Sunday, December 25

উজ্জ্বল দত্ত ( বাংলাদেশ )



আমার দুঃখ হয় 


তুমিও বুঝলেনা 
হাজারো বার বলেও বড্ড ক্লান্ত আজ,
আবেগ অনুভূতিগুলো শ্রাবনের মেঘলা জলে বুক বেঁয়ে ভেসে যায় সাগর নীলিমায়।

প্রমীলা মৈত্র


শীতের মজা 


শীত আসতেই অনেক মজা
দেদার মজা পিকনিকে
পৌষ মাসের কড়া শীতে
পিকনিকের ধুম চারিদিকে।

Saturday, December 24

মিয়া মুহম্মদ শরীফ ( উত্তরা, ঢাকা )




সুন্দর দিনগুলি 


আমার ছেলেবেলা
গায়ের মেলা
সুন্দর দিনগুলি।
আজো স্মৃতিতে হাতছানি দেয়
আমি কি করে ভুলি?
সুন্দর দিনগুলি।

মোঃ শাহাদাৎ হোসেন কানন



দেখবে স'বি শূন্য


দিবা-রাতি যতই ছুটো
টাকা-কড়ির তরে,
কোনো সুফল পাবে না কো
যবে যাবে মরে!

চম্পা রায়



সোনামণি


সকাল হলে হারিয়ে যেন
কোথায় চলে যায়
ডাকলে পরেও দেয় না ধরা
শুধু লুকিয়ে বেড়ায়।

সুপ্রিয়া দেবনাথ




নির্ভেজাল
      


তখন শ্যামবাজারের চৌমাথার মোড়ে আমরা দুজন প্রায় প্রতিদিনই পাপড়ি চাট খাই। আর সঙ্গে ছিল যৌবনের শুরুতে প্রথম প্রেম । টক মিষ্টি ঝাল সাধের সঙ্গে মিশে ছিল আমাদের অল্প বয়সের মিষ্টি ভালোবাসা। বেশ একটা অন্য সাধের অনুভূতি ছিল । পাপড়ি চাট তো না ! কি যে খেতাম! সে শুধু আমি আর ঈশ্বর জানেন। সে এক অনন্য সুখের সৃষ্টি। 
কিন্তু খাওয়া শেষে দীপশিখা বলে ,আজকের পাপড়ি চাট তেমন ভালো হয়নি । টক দই টা পুরনো ছিল । কিছু ভেজাল মেশানো আছে এর মধ্যে । আগের মতন আর অতো ভালো নেই ।ভেজাল শুরু হয়ে গেছে । 

Saturday, December 17

শামীম শরিফ ( বাংলাদেশ)



আমার ছেলেবেলা গায়ের মেলা সুন্দর দিনগুলি



আজো স্মৃতিতে হাতছানি দেয়
আমি কি করে ভুলি?
সুন্দর দিনগুলি।

মোঃ শাহাদাৎ হোসেন কানন ( বাংলাদেশ )



পারাপার


সব ক্রিয়ারই প্রতিক্রিয়া
প্রভুর দ্বারে হয়,
জুলুমবাজের জুলুমবাজি
চিরস্থায়ী নয়!

মনি জামান



জন্মভিক্ষে


অপ্রাপ্তির অমৃতে রাত দিন আমার বসবাস,শূন্যতায় আটপৌড় সান্নিধ্যের জলে ভাসি অনন্তকাল।
আমি খুঁজি জন্মের কুষ্টিনামা,সদ্য বিবাহিত 

চম্পা রায়


প্রথা


ঘন কালো মেঘের অন্তরাল।
তারি ছায়া তলে অনেক আলো
সে আলোর মাঝে আছে যে মুক্তির বাতাস
আছে যে হিরে মানিকের দীপ ঝলমল।

Thursday, December 15

সত্যেন মন্ডল





মেয়েটা আমার আর ফিরল না 
                                           

মা মরা নাবালিকা মেয়েটা আমার ছিল বড় লক্ষীমন্ত 
মিষ্টি মেয়েটা পাড়ার বৌদির সঙ্গে ঠিকে ঝি'র কাজ  করবে বলে সেই যে কলকাতা গেল -----  
দেখতে দেখতে বছর গড়িয়ে গেল 

উজ্জ্বল দত্ত




তুমি কি চাও 

অদিতি কি চাও তুমি 
তোমাকে ভুলে যাই,
তাতে কি স্বস্তি পাবে!

Saturday, December 10

অরুণ কুমার মহাপাত্র


শ্রীপাট গোপীবল্লভপুর 


সুবর্ণরেখা নদীর এপারে গোপীবল্লভপুর এক গ্রাম
কাশিপুর আদি নাম যার...
শঙ্খনীল সন্ধ্যায় নক্ষত্রের নামাবলি গায়ে জড়িয়ে শ্রীপাট গোপীবল্লভপুর চুম্বকের মতো আমাকে আমার বালক বেলায় টেনে নিয়ে যায়...

প্রমীলা মৈত্র


প‍ৌষ মেলা


শীত কাল এলেই  মেলার ধুম 
চারি দিকে  কতনা মেলা।
সন্ধ‍্যা হোতে না হোতেই চলে সবাই 
মেলার মাঠে লোকের আনাগোনা।
কত লোকজন  চেনা অচেনা।

মন্মথ হালদার



বিশ্বব্রক্ষ্মান্ডের সৃষ্টি রহস‍্য


একাদশ পর্ব(শেষ)


আমাদের এই পৃথিবীর বয়স প্রায় ৫০০কোটি বছর।পাহাড় পর্বত,নদীনালা ,সমুদ্র,অরণ‍্য,মরুভূমি,তুষারভূমি সব মিলিয়ে পৃথিবীকে মনে হয় কতই না স্থিতিশীল।অবশ‍্য মাঝে মাঝে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন‍্যুদগার শুধু একটু ছন্দপতন ঘটায়।আমাদের জীবনকাল এই পৃথিবীতে এত স্বল্প যে পৃথিবীর পৃষ্টভাগরূপী ত্বকের নাড়াচাড়া আমরা বুঝে ও উঠতে পারি না।

Sunday, November 27

মন্মথ হালদার


বিশ্বব্রক্ষ্মান্ড সৃষ্টির রহস‍্য


দশম পর্ব



(মানুষের যথাযথ পূর্ব পুরুষদের সন্ধান পাওয়া গেল)

"I am Fully convinced that species are not immutable;but those belonging to what are called the same genera are lineal descendants of some other and generally extinct species."Darwin.

লুসি--নামটা পরিচিত হলে ও আসলে১৯৭৪সালে জীবাশ্মবিদ ডন ও তার সহকর্মী টম গ্ৰে আফ্রিকার ইথিওপিয়াতে প্রত্নতাত্ত্বিক খননে এক বিস্ময়কর জীবাশ্বের সন্ধান পেলেন;মানুষদের কংকালের প্রায় ৪০ভাগ সামগ্ৰী।তাঁরা এর নাম দিলেন লুসি।আজ থেকে ৩০লক্ষ বছর আগআমাদের পূর্বপুরুষদের জীবাশ্ম।

Friday, November 25

আবীর ভট্টাচার্য্য




অর্ধনারীশ্বর


যতবার ডাকি আনমনে,ভালোবেসে ভ্রমর-গুঞ্জন

আখর প্রসব ছলে উদাসীন আসক্তি কথন! 

আকিঞ্চন গৌরবগাথায়,ঘনায় যে অচঞ্চল ব্যথা

তাকে তুমি নাম দাও  সংশপ্তক পৌরুষের কথা! 

Wednesday, November 23

মন্মথ হালদার



এ কালের কবি নই



এ কালের কবি নই
আমি আগামীর কবি,
দুনিয়ার চিত্র পালটে যাবে
জাগ্ৰত নতুন ছবি।

Sunday, November 20

মনিরুজ্জামান প্রমউখ



ভালোবাসার উর্ধ্ব কিছু নাই ...


বুঝলাম যে কিছু দিলে, কিছু পাওয়া যায়। 
এতোদিন দেইনি বোলে ঠকেছি, ভাবি। 
এবার ভাবনাটা প্রলম্বিত হোক পূর্ণতার রগরগে। 

দে ব জ্যো তি কা জ ল




বর্ণমালায় ছন্দ-পতন



আমার কবিতারা খানিকটা গণ্ডমূর্খ্য
                          খানিকটা কাপুরুষ

আমার কবিতারা শাহেনশাহ , রাজা আতঙ্কিত
ইনিয়ে-বিনীয়ে প্রতিবাদি হতে পাশকাটে ,
চিলে কুঠুরিতে শুয়ে মাকড়সার ভয়ে ভীত
পরিপাটী একটি লাইনও 
দাঁড়ায় না মানুষের পাশে  ।

আকবর হোসেন


জীবন বেদের নানা অধ্যায়

 

আমাদের জীবনের সবচেয়ে উত্তম গল্প আমাদের আপন জীবনের কথা। সেই জন্যই আমি যখন লিখি অনেক পাঠক আবেগে আপ্লূত হয়ে বলেন, আপনি আমায় কাঁদালেন। আমাদের অনুভূতি যখন অশ্রুজলে বিগলিত হয়ে বের হয়ে আসে আমাদের প্রাণের কথার বিস্তার জগতের বহমান অদেখা

Friday, November 18

উজ্জ্বল দত্ত



কি করে ভুলে থাকতে পারো  


কি সুখ পেলে জানিনা 
তবু তুমি ভালো থেকো তোমাকে নিয়ে ,
আর আমি না হয় 
কষ্টকে ভালোবেসে বুক চেপে রবো ।

সত্যেন মণ্ডল



 বেশি কথা বোলনা
                                        

যখন ছোট ছিলাম, বাবাকে প্রশ্ন করতাম
ওই যে আকাশ দিয়ে বিমান যাচ্ছে ওতে কারা যায়  ?
বাবা বলতেন, পয়সা ওলারা
পয়সাওলা কারা বাবা  ?

Thursday, November 17

লিংকন



তবে জেনে নিও


নয়নে নয়ন রেখে, 
জিজ্ঞাসু মনেই বলেছিলে তুমি -
তোমার জন্যে আমার কোন, 
টেনশন হয় কিনা?

Wednesday, November 16

শ্রীস্বদেশ সাধক সরকার



কথাগুলো
            
     
       কথাগুলো ভাসে
        আপন মনে 
        কোন খেয়ালে
        কেউ কি জানে~। 

সুব্রত সেন



ফিরে এসো অলকানন্দা

তমসাচ্ছন্ন আকাশ,ঘুমিয়ে পড়েছো কি?
জেগে থাকলে বলতে পারি
মনে পরে কি,তিরিশ বছর আগের কথা..৷

কনক লতা দাস



রূপের রসিক


রূপের রসিক কোথায় থাক বাজার ছেড়ে।
নানা রঙের পুতুল ছেড়ে দিলে চাবি দিয়ে।
দমকলের দমে চড়ে বেড়ায় কেবল নাইরে হুস।

Tuesday, November 15

মনিরুজ্জামান প্রমউখ ( বাংলাদেশ )



মহব্বতের পাখি 


তুমি অনিমেষ ফ্রি থাকলে, 
চলো প্রেম করি। 
আমার বাড়ির অনতিদূরেই
"ত্রিমোহনা থিম পার্ক"। 

তীর্থঙ্কর সুমিত


মনোময় পৃথিবী

নিজে ভাঙতে ভাঙতে
যখন দেখি সামনে সমুদ্রাবলী
উল্টোদিকে সবুজ ঘাসে পরিবর্তনের ঢেউ
লোক সংস্কৃতি শুধুই সংস্কৃতির বিবর্তন

প্রদীপ ভট্টাচার্য ( বাংলাদেশ )



জন্ম যার কান্নায়


দূরে ঐ আতুড় ঘরে গোঙ্গানি যেন কার
ভেসে আসে অসহ‍্য যন্ত্রণার শব্দ কানে
থামে একদা কার আগমনে জানিনে
তবে শুনেছি একটি শিশুর কান্না অঝোর।

Monday, November 14

কনক লতা দাস


রূপসী গ্রামবাংলা


কী অপরূপ সৌন্দর্য্যের আভরণ মাগো তোমার প্রকৃতি

ষড় ঋতুর অলীক মায়ায় বয়ে আনে সুকীর্তি।

পদ্মা মেঘনার কুলকুল ধ্বনি মিঠা পানির মাছ
বনজ ঔষধি কতই মনোহর সারি সারি তার গাছ।

সুরভি ঘটক



গুমোট
 
    

  মৌন ঠোঁট। অস্থির চৌকাঠে
  চোখের তারায়
  ও কবিতার খাতায়
  আজ‌ আর আলপনা আঁকেনা আহ্বান।

Sunday, November 13

লিংকন ( বাংলাদেশ )





অসাম্প্রদায়িকতা চাই

 

সাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িকতা,
কতো শুনবো এই বিভৎস গান,
কতো নিবে আর অপরের প্রাণ?
ঝরাবে কতো রক্ত তুমি আর? 

অরুণ কুমার মহাপাত্র




ভাসানের গান


মুহূর্তেগুলো হারিয়ে যায়...
অনেকে অচেনা হয়ে যায় সময়ের 
সাথে সাথে...

Saturday, November 12

সত্যদেব পতি(নীল ধ্রুবতারা)





ভাঙাগড়া


প্রতি মুহূর্তে চলছে ভাঙাগড়ার কাজ;
কোথাও পথ ,কোথাও মন,কোথাও হৃদয় ভেঙে খানখান হচ্ছে ঘুমন্ত সমাজের পৃষ্ঠভূমে,
অলীক স্বপ্ন আর ভাবনার সংঘর্ষে মনের আকাশে হচ্ছে বজ্র নিনাদ,

প্রমীলা মৈত্র











কিছু বাকি কথা

কিছূ কথা বাকি রয়ে গেল
ওরা থাক বুকের ভিতর।
কখন যদি সময় পাও তবে
মনের দুয়ারে দিও টোকা
খুলে যাবে মনের দুয়ার।

মোঃ মুরাদ মিয়া




জিন্দা লাশ
 


দেশ বিদেশে উড়ে যত নীড় হারা ভাই পাখি,
স্বজন বন্ধুর পাওনা সদা তাদের নিকট বাকী।
ত্যাগের ডানায় ভর করিয়া আহার খোঁজে পাড়ি,
সুখ কিনিয়া আনবে তারা বাঁধবে সুখের বাড়ি।

Wednesday, November 9


জয়তী দাস




ই-৬৯ হাইওয়ে


কিলিমাঞ্জারো ও নীলনদের মিত্রতা স্থাপন করালেই, 
সিন্দবাদের চোখে আবিস্কারের নেশা লাগে!
রহস্যময় আনন্দ জেগে ওঠে... 

তপন মাইতি





গাছের জন্য


একটা স্বপ্নের কথা ভাবতে ভাবতে
একটা চারাগাছ হয়ে গেল বৃক্ষ।
এতকাল জীবন মানে বেঁচে থাকা বলে জানত।
একদিন একটা ঝড় এসে তাকে দিল শুইয়ে।

প্রমীলা মৈত্র





ভালোবাসা


ভালোবাসা ভালোবাসা এ কি খেলা 
ভালোবাসি ভালোবাসি গাই গান সারা বেলা।
প্রাণের দেওয়া -নেওয়া হোলে
যদি প্রাণের মাঝে হিল্লোল তোলে।

গৌরাঙ্গ দেব সরদার







মুক্তি 


সম্পর্ক কে তুমি টুকরো টুকরো করে 
ভেবেছিলে এবার থাকবে সত্যি সুখে... 
নিঃশব্দ কে তুমি জাপ্টে নিয়েছো তাই 
বসে আছো দেখো মৃত অনুভূতির স্তুপে!

Tuesday, November 8

লিংকন (বাংলাদেশ )



আমার নীল আকাশে




প্রাণহীন মরুর বুকে যদি কখনও, 
নিস্তেজ জীবন হও!
হও নেতিয়ে পড়া বৃক্ষলতার মতো! 

অরুণ কুমার মহাপাত্র



অসুর পাড়া

 

গাঁয়ের এক প্রান্তে অসুর পাড়া
দিনের বেলায় পাড়ার লোকেরা
সদর্পে মাথা খাড়া করে হাঁটে
নিশির ডাকে রাতের বেলায়
হাওয়ায় মিলায়

Monday, November 7

জয়তী দাস




আণবিক 


মাটি কী ডোবাতে পারে ক্ষয়িত অন্ধকার?

ওখানেই ফুঁড়ে ওঠে জীবন্ত লাশ 

সূচকের দোলক কাঁটায় নাচে লব হর.. 

পুষ্পেন রায়





  ষড়যন্ত্র
  


ষড়যন্ত্র করলে কত
ফিসফিসিয়ে কানে কানে
ঠকলে তাতে নিজেই বুঝি
জমিয়ে কালি নিজের মনে।

মনি জামান ( বাংলাদেশ)




কথা দাও বন্ধু

কথা দাও বন্ধু বায়ান্ন থেকে একাত্তর তাজা খুনের রক্তের শপথ করে,ইতিহাস মোড়া বিকৃত ইতিহাস মুছে দিয়ে নতুন ইতিহাস লিখবে তুমি।

উজ্জ্বল দত্ত






ভুল করে ফেলি বারবার 

এখন মনে হচ্ছে 
খুব ভুল করে ফেলেছি,
ঘুড়ির নাটাই সূতো বাঁধা ছিল 
তোমার ঠোঁটের ভাজে অপরূপ কারুকাজে,
দেখতে দেখতে কখন যে হারালাম 
এক্কা দোক্কার কোটে, জানি না......!

Sunday, November 6

অংশুদেব






এই ব্যস্ত হেমন্তে
 

মিঠে রোদের চাদর মুড়ি দিয়ে এক কাপ চা নিয়ে
মনে হল তার দুয়ারে বসন্ত তবু আদিমতা নেই কোথাও!

অরুণ কুমার মহাপাত্র


আমাদের অর্বাচীন সুখ 


আমাদের চারপাশে কত না বৃক্ষছেদন 
কত না বৃক্ষনিধন...
বৃক্ষ থেকে নেমে আসা পাখি সব করে 
আর্ত রব...
ভেঙে পড়ে প্রিয়তম বাসা , করে
বাসা বদল...