Sunday, October 23

সৌমেন


উলঙ্গিনী


    

সতীত্বের প্রশ্ন মুখে নারী কাঠগড়ায়।
জারি-জুরি বিচারক অঙ্গুলী হেলায়।
ছিঃ! ছিঃ! ধ্বনী ওঠে, করে হায়! হায়!
সমাজ-সংসার ডোবে বুঝি,

প্রিয়ব্রত রায়

                                                                     


নিষিদ্ধ প্রেম


   সন্দীপন দিবাকরের অনেকদিনের পুরোণো বন্ধু। সন্দীপের বয়স তিরিশ্ দিবাকর আঠাশ আর চঞ্চলা মানে সন্দীপের বৌ সবে আঠারোতে পা । সন্দীপ চাকরী সুত্রে বাইরে থাকে । চঞ্চলার একাকীত্ব কাটাবার জন্য ভর্তি হ’য়েছিল একটা ওপেন ইউনিভারসিটির ফার্স্ট ইয়ারে । দিবাকর ইংলিসে এম. এ. ফার্স্টক্লাস । না দিবাকর চাকরী পায়নি এখনো বেকার । প্রাইভেট পড়ায়। তাই ওকেই চঞ্চলাকে পড়াবার দায়িত্ব দিয়েছিল সন্দীপন । যদিও বাধাধরা টিউশান নয় ওই পড়াশোনা ও দেখভাল করা । 

অংশুদেব


শেষ নেই শুরু নেই

পথের শেষে পথ শুরু হয়
মনের শেষে মন
ধারণ বুকে তৃষ্ণা যত
বন্ধু আছে গাছের মতো
হাতের মধ্যে হাত, হাতের কথা 

জ্ঞানশংকর মহন্তি


বিঁড়ি



নিস্ব করে নিংড়ে নিয়ে আমাকে ছাড়লে সখী
তোমার স্মৃতির কনিকা খুঁটে রাস্তায় বসে ধুঁকি।

মানছি আমার দৈন‍্য দশা অর্থ-শরীর-মনে।
সেকথা আমায় জালে জড়ানোর আগে ভাবলেনা কেনে?

দুলাল কাটারী


নীলচে সময়

সেদিনের ঝড় অসম্পূর্ণ ভাবেই থেমে যাওয়ার পর,
আকাশটা খুব গম্ভীর হয়ে ছিলো কয়েক দিন। 
 পরের দু'তিন দিন তুমি আমার চোখে চোখ রাখো নি। 
তবে দূর থেকে যে আমাকে দেখতে, সেটা লক্ষ্য করেছি কয়েক বার। 
আমি ওই কয়েক দিন ধরে ইতিহাস পড়েছি খুব;
কালো ইতিহাস গুলো।
 ইতিহাস তো কালোই হয়!