Showing posts with label নমিতা আচার্য্য. Show all posts
Showing posts with label নমিতা আচার্য্য. Show all posts

Monday, October 17

নমিতা আচার্য্য


বন্যার তান্ডবে 




আমার বেলকনিতে দাঁড়িয়ে আমি, ব্লক বসানো রাস্তাটা সম্পূর্ণ শুকনো, আগের দিনের বৃষ্টির কোন চিহ্ন মাত্র নেই। হঠাৎ চোখে পড়লো রাস্তার দুপাশ দিয়ে জল আসছে। ভাবলাম কেউ বুঝি উঠোন ধোয়াচ্ছে, তাই জল। নিমিষেই রাস্তাটা ভরে উঠলো, চারিদিকে চিৎকার শুরু হলো, জল আসছে, জল আসছে। 

               দেখতে দেখতে ঘরের সামনের রাস্তাটা নদীতে পরিনত হলো, সে এক ভয়াবহ বন্যা, জলের স্রোতে ভাসিয়ে নিয়ে ছুটলো জঞ্জাল। মানুষের রাস্তা দিয়ে চলার ক্ষমতা নেই, একসাথে হাতে হাত ধরে পাঁচ-ছয় জন মানুষ পথ চলতে লাগলো। 

                সময় কতোটা মুল্যবান মানুষ জানলেও সেদিন হারে-হারে বুঝতে পেরেছে।ঘরের প্রয়োজনীয় নথিপত্র বের করার সময়টুকু পায়নি অনেকেই। নিজের প্রাণ বাঁচাতে যে যার মতো বেড়িয়ে এসেছে শূণ্য হাতে, জলের গতিবেগ এতোই বেশি ছিল মানুষ নিজেকে বাঁচাতে ব্যস্ত। গোটা শিলচর শহর এক বিশাল নদীর আকার ধারণ করল। ঘরের দোরগোড়ায় বরাক নদীর জল। 

        মানুষ যে যার মতো করে ঠাঁই নিল, জল আর জল, বন্ধ হলো বিদ্যুৎ পরিষেবা। কোন ক্রমে ইনভার্টারে চার্জে এক-দু রাত কাটলে ও পরের দিন থেকে অঘোর অন্ধকারে মানুষ। মোবাইলে চার্জ পর্যন্ত দেওয়ার ক্ষমতা নেই, নেটওয়ার্ক বন্ধ। মোমবাতি বাজারে দুর্লভ। ধু-ধু করে বাড়লো জিনিসের দাম। 

         হেলিকপ্টারে খাদ্য বিতরণ হলে ও সবার ভাগ্যে তা জোটেনি, চারিদিকে পানীয় জলের হাহাকার। ডুবে গেল মোটর, রিজার্ভভার, বন্যার জল টুকু একমাত্র সম্বল। 

ভেসে চলে মানুষের মৃতদেহ। শ্মশান ঘাট ডুবে যাওয়ার মৃতদেহের মুখে আগুন জ্বালিয়ে ভাসিয়ে দেওয়া হলো জলের স্রোতে। 

জল ক্রমশঃ বেড়ে চলতে লাগলো, সঙ্গে মানুষের দুঃচিন্তা। কেউ কেউ কাঁদছে জিনিসের জন্য কেউ কাঁদছে মানুষের জন্য, করুন বিভীষিকা। চারিদিকে জল, রাতের অন্ধকারে সমস্ত এলাকা সমুদ্রের মতো মনে হলো, সাতদিন এভাবে কেটে আস্তে আস্তে কোন কোন জায়গা স্বাভাবিক হলে ও অনেক জায়গা জলমগ্ন। 

            বরাক নদীর জলে নষ্ট হলো কতো মানুষের সখের সাজানো সংসার, জিনিস- পত্র, সঙ্গে গৃহপালিত পশু-পাখী। মানুষ এখন স্তব্ধ প্রায়। কি করবে? কেমন করে আবার স্বাভাবিক জীবনে ফিরবে? নদীর জলের সাথে, চোখের জল ভেসে চলেছে জানিনা কোথায়। নদীর জল যেমন গন্তব্যে পৌঁছে যায়, চোখের জল কি পৌঁছবে কোনো গন্তব্যে?