Tuesday, November 15

তীর্থঙ্কর সুমিত


মনোময় পৃথিবী

নিজে ভাঙতে ভাঙতে
যখন দেখি সামনে সমুদ্রাবলী
উল্টোদিকে সবুজ ঘাসে পরিবর্তনের ঢেউ
লোক সংস্কৃতি শুধুই সংস্কৃতির বিবর্তন
যেমনভাবে পৃথিবীতে আসা...
তার হাত ধরে বেঁচে থাকার লড়াই
আর বদলে যাওয়া মুখে
কখনো কখনো রঙের কারুকার্য
এমনভাবেই গোটা শহর জুড়ে
আগামীর হাসি লেগে থাকা
এক মনোময় পৃথিবী...

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।