Friday, November 25

আবীর ভট্টাচার্য্য




অর্ধনারীশ্বর


যতবার ডাকি আনমনে,ভালোবেসে ভ্রমর-গুঞ্জন

আখর প্রসব ছলে উদাসীন আসক্তি কথন! 

আকিঞ্চন গৌরবগাথায়,ঘনায় যে অচঞ্চল ব্যথা

তাকে তুমি নাম দাও  সংশপ্তক পৌরুষের কথা! 

মাটি মায়া মিলে থাকে সৃষ্টিকণা সম্মোহন পাশে

স্ফুটন-মাধুর্য্য তার মৃত্যুজয়ী আরক্তিম শ্বাসে

কও তার কানে কানে শূন্যভেদী অঙ্কুর-বারতা;                                                          

আমি বুঝি ঈশ্বরী তোমার! তাই এই সৃষ্টি মুখরতা! 

 

সুরভিত বনপুষ্প পতনের ঘ্রাণে, পীতাম্বর বনের মর্মরে

আগামীর সমৃদ্ধি প্রতীক্ষায়, নিষ্করুন রিক্ততা বিস্তারে… 

তা উজিয়ে যদি প্রাণে জেগে ওঠে পূর্বাপর বসন্তআলাপ

ঝরে পড়া পাতা রচে ত্যাগের মহত্ত্বে তার নির্মাল্য কলাপ 

তাকে দিও স্বস্তিক বাচন; শ্লোকসাধ্য বাক-আলিঙ্গন

অয়োময় অরণি ভাস্বর; জন্মসাধন সুখে অর্ধনারীশ্বর!                  


No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।