Tuesday, November 15

মনিরুজ্জামান প্রমউখ ( বাংলাদেশ )



মহব্বতের পাখি 


তুমি অনিমেষ ফ্রি থাকলে, 
চলো প্রেম করি। 
আমার বাড়ির অনতিদূরেই
"ত্রিমোহনা থিম পার্ক"। 

তীর্থঙ্কর সুমিত


মনোময় পৃথিবী

নিজে ভাঙতে ভাঙতে
যখন দেখি সামনে সমুদ্রাবলী
উল্টোদিকে সবুজ ঘাসে পরিবর্তনের ঢেউ
লোক সংস্কৃতি শুধুই সংস্কৃতির বিবর্তন

প্রদীপ ভট্টাচার্য ( বাংলাদেশ )



জন্ম যার কান্নায়


দূরে ঐ আতুড় ঘরে গোঙ্গানি যেন কার
ভেসে আসে অসহ‍্য যন্ত্রণার শব্দ কানে
থামে একদা কার আগমনে জানিনে
তবে শুনেছি একটি শিশুর কান্না অঝোর।