Wednesday, November 16

কনক লতা দাস



রূপের রসিক


রূপের রসিক কোথায় থাক বাজার ছেড়ে।
নানা রঙের পুতুল ছেড়ে দিলে চাবি দিয়ে।
দমকলের দমে চড়ে বেড়ায় কেবল নাইরে হুস।


মনে নাই কদিনের দম এক নিমিষেই নাই মানুষ।
হাওয়া খাই হাওয়ায় বাঁচি দমে দমে তার  ভবে।
দমাদম পড়ছে কেবা আপনি যেবা  সময়ের জলদি চাপে।
আসবি যাবি তারেই পাবি যদি ভাবি।
জপেরই মালাটারে সঙ্গে নেনা দেহের ভারি।
দমে দমে তাঁরে ডেকে পায় না সাড়া।
সাথে নাম না রয় যদি সামনেই দেখ অসীম খাড়া।
খাড়াতো দেয়না নাড়া আসল মজার ঘর ধরে।
মায়া তাই পড়ল ধরা পাগল পারা গাঁজন সুরে।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।