Saturday, December 17

শামীম শরিফ ( বাংলাদেশ)



আমার ছেলেবেলা গায়ের মেলা সুন্দর দিনগুলি



আজো স্মৃতিতে হাতছানি দেয়
আমি কি করে ভুলি?
সুন্দর দিনগুলি।

মায়ের কাছে চেয়ে নেওয়া
গোটা পঞ্চাশেক টাকা,
মেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটা
পকেট এমনি হতে দেওয়া যাবে না ফাঁকা!
দোলনা দোলা, জিলেপি খাওয়ায় পুরো দশ টাকার পাড়ি
বাকি চল্লিশে বাঁশি, চরকি, পুতুল, হাঁড়ি, দা, ছুরা, কাঁচি
তিললাই, তরমুজ কিনে পথ ধরতাম বাড়ি।
রাজ্যের সুখ মনে ছিল, মুখে ভূবন জয় করা বুলি।
সুন্দর দিনগুলি।

মায়ের কাছে সব বুঝিয়ে ভাতের থালায় ডুব
এখুনি আমায় পাড়ায় যেতে হবে, তাড়া আছে আজ খুব!
পাড়ায় গিয়ে ধরতাম বাজি আমার বাঁশির সুর ভালো
কেউ বলতো আমার পুতুল আলতা সুন্দর, তোর দেখ কত কালো!
এসব নিয়ে তর্ক কত, হঠাৎ হাতাহাতি!
আবার পরক্ষণেই মিলে যেতাম বরষায় যেমন ছাতি।
সেই দিন গেছে অতীত হয়ে, বসি না কতদিন কাঁঠাল ছায়ে-
বুকের ভেতরটা কেমন যেন আজ লাগে খালি খালি!
সুন্দর দিনগুলি।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।