Tuesday, November 1

অংশুদেব



শেষ নেই শুরু নেই
 

পথের শেষে পথ শুরু হয়
মনের শেষে মন
ধারণ বুকে তৃষ্ণা যত
বন্ধু আছে গাছের মতো
হাতের মধ্যে হাত, হাতের কথা 

দোলা ভট্টাচার্য্য

 
ভুত শিকারী আমি 



ভুত শিকারী! তা লোকে আমায় বলে বটে। ওহো। তোমরা আবার "মেজকর্তা" র সাথে গুলিয়ে ফেলো না আমাকে। হ্যাঁ হ্যাঁ। "ভুত শিকারী মেজকর্তা" নামে সবাই তাঁকে চেনে। বিখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র মহাশয় তাঁর সাথে পরিচয় করিয়েছিলেন।