Wednesday, November 9

তপন মাইতি





গাছের জন্য


একটা স্বপ্নের কথা ভাবতে ভাবতে
একটা চারাগাছ হয়ে গেল বৃক্ষ।
এতকাল জীবন মানে বেঁচে থাকা বলে জানত।
একদিন একটা ঝড় এসে তাকে দিল শুইয়ে।
বুঝল আগে থেকে আর একটু গভীরে শেকড়-হাত বাড়ালেই
তার এই শোচনীয় অবস্থার সম্মুখীন হতে হত না!
হয়তো জলের মতো সোজা হয়ে যেত
জীবন মানে টিকে থাকা।

সে নিজের সুবিধার্থে একে অপরকে
খুব নিবিড় ভালোবাসল 
মাটিকে আরোও আঁকড়ে ধরতেই সে ক্ষমতা পেল 
জীবন মানে আবার উঠে দাঁড়ান। 
বুঝল শেখার কোন শেষ নেই।

একদিন চাঁদের দিকে ফিরে দেখে
মাটির গুহায় নোঙরের মতো 
একে অপরের ছাড়া চলে না।

গাছ,একটা গাছের  স্বপ্ন ভাবতে ভাবতে
একটা গাছ হয়ে গেল মানুষ 
অথচ মানুষটা গাছ হতে পারল না।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।