Wednesday, November 16

সুব্রত সেন



ফিরে এসো অলকানন্দা

তমসাচ্ছন্ন আকাশ,ঘুমিয়ে পড়েছো কি?
জেগে থাকলে বলতে পারি
মনে পরে কি,তিরিশ বছর আগের কথা..৷
দেখ,এখনও শরতের  শিশিরে ভিজেছে ধানের শিষ৷
যদিও সে পথ আর নেই,কাঁচা মেঠো পথের বুকে
পাথরের ঢালাই পড়েছে৷
গ্রামের সেই খুকি,চাঁদপনা মুখ যার,
স্রোতস্বিনী নদীর মত চোখ,লজ্জাবতী স্বভাব
চেহারার কথা নাইবা বলাম ,সে তখন তনুদেহধারিনী
ষোড়শী  কুমারি ধানগাছ৷অলকানন্দা নাম যার৷
অনেকটা সময় চলে গেছে পথে ঘাটে
পাহাড় ভেঙে জঙ্গলের পথে ,যদি খুঁজে পাই...৷
ভোর হলে হেটে যাব অমৃতের পথে
দেখা হলে বলবো ফিরে এসো অলকানন্দা
তমসি নদীর পারে সাজান কাশফুলে৷

যেখানে শরদিন্দু বসেছে সরোদে   ৷

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।