Monday, November 7

পুষ্পেন রায়





  ষড়যন্ত্র
  


ষড়যন্ত্র করলে কত
ফিসফিসিয়ে কানে কানে
ঠকলে তাতে নিজেই বুঝি
জমিয়ে কালি নিজের মনে।

পরের জিনিস নিজের করতে
জট পাকিয়ে করলে খেলা
সেই খেলাতে হেরে একদিন
ডুবিয়ে দিবে নিজের ভেলা।

পথ পাবে না বাঁচার সেদিন
দেখবে আঁধার নিজের চোখে
বাঁচাও বাঁচাও বললে তখন
আসবে না কেউ তোমার দিকে।

মুখ ফিরিয়ে নিয়ে সবাই
পাশ কাটিয়ে যাবে চলে
থাকবে তখন বসে একা
বুক ভাসাবে চোখের জলে।

লোভ-লালসা বড়ই মোহ
গিলতে চায় নিজের করে
না বুঝে তাই ফেললে পা
সুখের জীবন যায় যে চিরে।

তবে কেন হয় না হুঁশ
হয় না কেন নজর সোজা
কারই জন্য করছো বহন
নিজের কাঁধে পাপের বোঝা?

চোখকে তাই শাসন করে
নিজেই রাখো মনের বাগে
তবেই মিলবে আসল মুক্তি
নইলে মাথা মুড়বে ছাগে।

2 comments:

  1. পুষ্পেন রায়November 7, 2022 at 10:34 PM

    কবিতা ও ছবি সেটিং টা মোটেই ঠিক হয়নি

    ReplyDelete
    Replies
    1. এবার ঠিক আছে । তবে ওয়েব সংস্করণে ক্লিক করে দেখুন

      Delete

লেখা পড়ুন এবং মতামত জানান ।