Saturday, November 5

মোঃ ইউসুফ ( বাংলাদেশ )



 
লাজ শরম 


বদনে আমার সফেদ শাড়ী
নেইকো অন্তর্বাস,
দুষ্ট বৃষ্টি ভিজিয়ে আমায়
করলো সর্বনাশ।

পরনে নেইকো পেন্টি-ছায়া,
লেপ্টে গেছে শাড়ি,
নিজের গতর নিজে দেখেই
লাজে যাচ্ছি মরি।

রফিকুল্লাহ্_কালবী ( বাংলাদেশ )



নিষিদ্ধ গলি


চাঁদাগাড়ার বিলে সন্ধ্যা নামে
নিজের ছায়াটি ধীরে ধীরে মিলে যায় আঁধারে,
কোথাও কোন আবছায়া নেই-
ঢোলকলমির ঝোপ থেকে বেরিয়ে আসা বনবিড়ালের জ্বলজ্বলে চোখ
ধ্রুবতারার গতিপথ ধরে হাঁটতে চায়,

লিংকন ( বাংলাদেশ )


পতিতা বলবো কারে? 

আমি ওদের পতিতা বলি কেমন করে! 
যারা পেটের জ্বালায় এসেছে এ পথে,
কিংবা এসেছে প্রতারক প্রেমিকের,
লালসা মিটিয়ে যৌনপল্লীতে বিক্রি হয়ে,
কিংবা এসেছে দারিদ্রগ্রস্থ সংসারে,

মনিরুজ্জামান প্রমউখ ( বাংলাদেশ )



বিরহগীতান্তে 

মেঘদূতের পাঁজর ভরে এসেছিলে দক্ষিণা হাওয়ায়। হাওয়ায় মিশেছিলো অপরিমেয় দুঃখভরা গল্পকথা। অবর্ণিত রেখে দিতে চেয়েছিলে বয়ানের পৃষ্ঠাগুলো। একে একে খুলতে হলো সে মহড়া মানুষের জীবন হতে নেয়া সূত্রগুলোর বরাতে। যেভাবে মানুষ