Showing posts with label উজ্জ্বল দত্ত. Show all posts
Showing posts with label উজ্জ্বল দত্ত. Show all posts

Sunday, December 25

উজ্জ্বল দত্ত ( বাংলাদেশ )



আমার দুঃখ হয় 


তুমিও বুঝলেনা 
হাজারো বার বলেও বড্ড ক্লান্ত আজ,
আবেগ অনুভূতিগুলো শ্রাবনের মেঘলা জলে বুক বেঁয়ে ভেসে যায় সাগর নীলিমায়।

Thursday, December 15

উজ্জ্বল দত্ত




তুমি কি চাও 

অদিতি কি চাও তুমি 
তোমাকে ভুলে যাই,
তাতে কি স্বস্তি পাবে!

Friday, November 18

উজ্জ্বল দত্ত



কি করে ভুলে থাকতে পারো  


কি সুখ পেলে জানিনা 
তবু তুমি ভালো থেকো তোমাকে নিয়ে ,
আর আমি না হয় 
কষ্টকে ভালোবেসে বুক চেপে রবো ।

Monday, November 7

উজ্জ্বল দত্ত






ভুল করে ফেলি বারবার 

এখন মনে হচ্ছে 
খুব ভুল করে ফেলেছি,
ঘুড়ির নাটাই সূতো বাঁধা ছিল 
তোমার ঠোঁটের ভাজে অপরূপ কারুকাজে,
দেখতে দেখতে কখন যে হারালাম 
এক্কা দোক্কার কোটে, জানি না......!

Saturday, October 29

উজ্জ্বল দত্ত ( বাংলাদেশ )


এখন আর ভাল লাগে না


কোন কিছুই এখন আর ভাল লাগে না 
অস্থিরতার রঙিন হাওয়া 
বইছে তরঙ্গ নায়ের পাল তোলা বৈঠায়,
বসন্তের হলুদ পাখি বাসন্তীর মনপুরা গান
নিঝুম বেলার সান বাঁধানো উদাসীন পুকুর 
জোৎস্না মাখা স্বপনীল পৃথিবী
এখন আর ভাল লাগে না। 

Saturday, October 22

উজ্জ্বল দত্ত


তুমি আসবে বলে

তুমি আসবে বলে 
ভোরের  আকাশে সুর্য্য হাসলো ,
ভালোবেসে প্রান খুলে,
পথের ধূলো ক্লান্ত শরীরে 
কুয়াশার হিম গায় তুলে নবজাগরণে !

Thursday, October 13

উজ্জ্বল দত্ত'র কবিতা

মেঘগুলো ভেসে বেড়ায় আরো গাঢ় নীলে

মনের ঘরে প্রতিনিয়ত যুদ্ধ করে
বারবার হেরে যাই,
আকাশের সমস্ত মেঘ দুচোখে
অথচ কাঁদতে পারিনা !

জীবনের সমস্ত হিসাব নিকাশ
ভালোবাসার ছোট্র একটা গল্প,
অসমাপ্ত রেখেই লিখলে আরো
নতুন একটা কবিতা !

সব পাথর হয়ে গেছে 
আগের মত নেই আর কিছু, 
গোলাপের লাল পাপড়িগুলো 
সেও বর্ণহীন ধূসর! 
স্মৃতির আলপনায়, 
মেঘগুলো ভেসে বেড়ায় 
আরো গাঢ়ো নীলে।

ভালোবাসার কষ্ট
হয়তো ভালো না বাসলে
এক জীবনে তা আবিস্কার করা
সম্ভব হতোনা!

আর কত
আর কত কষ্ট দিবে ?
সমস্ত স্বপ্ন তোমাকে উৎস্বর্গ করলাম
তবু তুমি ভালো থেকো,
তোমার মত করে তোমার ভাবনায়।!!


কোন কথা হবেনা

নিঃশব্দে কাঁটুক অন্ত প্রহর 
ক্ষোভে ফেটে পড়ুক 
নগরের অলিগলি প্রিয় রাজপথ 
যতই রক্তে লাল হউক শহর,
কোন কথা হবেনা। 

ইচ্ছে করলে তুমি 
প্রেমিকার হাতে হাত রেখে, 
ঘুরে আসতে পারো 
অনাদিকাল স্বর্গরাজ্যে 
তাতে কোন আপত্তি নেই,
তবে কোন কথা হবেনা।

শহরের হাইরিচ বিল্ডিংগুলোর মত দাঁড়িয়ে
শুধু চেয়ে চেয়ে দেখবে,
কোন কথা হবেনা 
কোন প্রতিবাদ হবেনা, 
হবেনা কোন মিছিল এ শহরে।