Showing posts with label লিংকন. Show all posts
Showing posts with label লিংকন. Show all posts

Thursday, November 17

লিংকন



তবে জেনে নিও


নয়নে নয়ন রেখে, 
জিজ্ঞাসু মনেই বলেছিলে তুমি -
তোমার জন্যে আমার কোন, 
টেনশন হয় কিনা?

Sunday, November 13

লিংকন ( বাংলাদেশ )





অসাম্প্রদায়িকতা চাই

 

সাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িকতা,
কতো শুনবো এই বিভৎস গান,
কতো নিবে আর অপরের প্রাণ?
ঝরাবে কতো রক্ত তুমি আর? 

Tuesday, November 8

লিংকন (বাংলাদেশ )



আমার নীল আকাশে




প্রাণহীন মরুর বুকে যদি কখনও, 
নিস্তেজ জীবন হও!
হও নেতিয়ে পড়া বৃক্ষলতার মতো! 

Saturday, November 5

লিংকন ( বাংলাদেশ )


পতিতা বলবো কারে? 

আমি ওদের পতিতা বলি কেমন করে! 
যারা পেটের জ্বালায় এসেছে এ পথে,
কিংবা এসেছে প্রতারক প্রেমিকের,
লালসা মিটিয়ে যৌনপল্লীতে বিক্রি হয়ে,
কিংবা এসেছে দারিদ্রগ্রস্থ সংসারে,

Friday, October 28

লিংকন ( বাংলাদেশ )


বিস্মৃত


মানুষ মানুষকে ভুলে যায় না, 
শুধু মায়া কেটে যায়!
কেটে যায় তার আত্মার টান!

Tuesday, October 25

লিংকন


বরণ করবো আজ



বড় বেশি ভাগ্যবান আমি,
ইট পাথরের শুষ্ক প্রাণহীন রসহীন, 
গতিশীল এ পরিমন্ডলে,
সবাই যখন আপন আপনকে নিয়ে,
মায়া মমতাহীন রক্ত মাংসে গড়া
অশান্তি আর একাকীত্বের ক্ষণিক জীবনে