Saturday, December 24

মোঃ শাহাদাৎ হোসেন কানন



দেখবে স'বি শূন্য


দিবা-রাতি যতই ছুটো
টাকা-কড়ির তরে,
কোনো সুফল পাবে না কো
যবে যাবে মরে!

ডান-বাম করে করছো যারা
যত রঙের কামাই,
কবর মাঝে টের পাবে রে
চললে আজাব সানাই! 

চেয়ারেতে বাবু সেজে
নিচ্ছো যত ঘুষ,
টাকার পাহাড় গড়ে তুমি
হয়ে যাচ্ছো বেহুঁশ!

যতই টাকা হোক না তোমার
নেই তো মনে সুখ,
আচ্ছা করে তাকালে গো
দেখি মলিন মুখ!

অসৎ পথে রুজি করো
যত টাকা-কড়ি,
শেষবিচারে মিলে যাবে
অগ্নিলৌহ দড়ি!

হারাম পথে করছো কামাই
খাচ্ছে কিন্তু স'বে,
রোজ হাশরে সকল সাজা
তোমায় পেতে হবে!

চুল পরিমাণ পাপের দণ্ড
কেউ নেবে না কভু,
বলবে স'বে খেলাম মোরা
ওহে মহান প্রভু!

নীতির উপর অটল থেকে
ভুখা মরা ভালো,
ঘোর কবরে জ্বলবে সদা
হাজার নূরের আলো!

সোজা কথা সহজ ভাষায়
এবার বলে যাই,
আমার-আমার করলে ভবে
কিছুই তোমার নাই!

ডান হাতে তে তুলে দেবে
কষ্টের আমলখানি,
বামে তোমার মিলে যাবে
পাপে ভরা ঘানি!

ইয়া নফসি করে তুমি
ছুটবে যে দিক্বিদিক, 
যমদূতেরা দেবে তোমায়
নানান রঙের ধিক্!

নিক্তির উপর উঠাবে রে
দু'কাঁধের দু'থলে,
বদের পাল্লা ভারী হলে
রাম-শাম কেমন চলে!

দুনিয়ারই মোহে যারা
হয়নি কভু নাশ,
ডানের পাল্লার ওজনেতে
তাদের স্বর্গে বাস!

থাকতে সময় মানুষ যদি
সঠিক পথে চলে,
হবে না তার স্হায়ী নিবাস
ঐ নরকের তলে!

হালাল-হারাম দ্রবণ মেখে
যত করো পূণ্য,
বেলাশেষে করলে হিসেব
দেখবে স'বি শূন্য!!!

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।