Sunday, November 20

দে ব জ্যো তি কা জ ল




বর্ণমালায় ছন্দ-পতন



আমার কবিতারা খানিকটা গণ্ডমূর্খ্য
                          খানিকটা কাপুরুষ

আমার কবিতারা শাহেনশাহ , রাজা আতঙ্কিত
ইনিয়ে-বিনীয়ে প্রতিবাদি হতে পাশকাটে ,
চিলে কুঠুরিতে শুয়ে মাকড়সার ভয়ে ভীত
পরিপাটী একটি লাইনও 
দাঁড়ায় না মানুষের পাশে  ।

সিঁড়ি ভেঙে উপরে ওঠে না
         ধর্মের গণ্ডুষকে গিলতে থুক ফেলাতে

দাঁড়ায় না উৎপীড়িতদের পাশে
                       অস্প্রদায়িক কভারস্টিকে ।

শুধু যৌনতার দানায় ধর্ষিতাদের
বয়স গুনে অপভ্রংশ হয় শরীরী রোমান্সে 
ধীরে ধীরে যে মেয়েটি সমাজ , সতীত্বে-
         খুশীতে উড়ে বেড়াত বাঁচতে 
তাঁর অন্তর্বাসে প্রতিবাদী হতে
                  ভীত সন্ত্রস্ত অকালকুষ্মাণ্ড মত ।

বর্ণমালায় প্রলুব্ধ উত্তাপ-
 খরস্রোতা অশ্রুগ্রন্থি 
কবিতারা হারিয়েছে চোখ ।

কবিতা , তুমি হারিয়েছো কোথায়
                                  ভাসানে তলিয়ে 
ফ্রেম ছেড়ে ওড়ে গেলে বুঝি-
              আম্লাতন্ত্রের গুদামঘরে  ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।