Showing posts with label অস্পৃশ্যতা. Show all posts
Showing posts with label অস্পৃশ্যতা. Show all posts

Thursday, October 13


দ্রৌপদী ব্রাহ্মণ কন্যা ছিলেন । বিয়ে হয়েছিল পাণ্ডবদের সঙ্গে । পাণ্ডবরা ছিলেন , ক্ষত্রিয় । কর্ণ কুন্তীরই গর্ভজাত সন্তান । সূর্য তাঁর বাবা । সূর্য দেব কুলের কিন্তু কুন্তী ছিলেন ক্ষত্রিয় কুলের । অনার্য কন্যা হিড়িম্বার পাণিগ্রহণ করে ভীম । বেদব্যাসের জন্মও তাই মৎসকন্যা । পরাশর মুনি তাঁর বাবা । বিদুর ছিলেন শূদ্রা জাত । বিদুরের জন্ম বিচিত্রবীর্যের এক সুন্দরী দাসীর গর্ভে দ্বৈপায়নের ঔরসে । কৃষ্ণ কিন্তু বর্ণশংকরের জাত । মা দেবকী বাবা বিষ্ণু ।

কৃষ্ণপুত্র শাম্ব ছিলেন অনার্যমাতা পরম সুন্দরী জাম্ববতীর গর্ভজাত ।

কেনো লিখলাম , লেখাটা ? লেখার মূল কারণ হলো , হিন্দু সমাজে জাতিভেদ প্রথা কি আদও ছিল ? ছিল না । চতুর ব্রাহ্মণদের ছিল বানানো প্রথা জাতিভেদ প্রথা বা বর্ণবৈষম্য প্রথা । হিন্দু সমাজ কে ভাঙার মূল খল নায়ক ছিলেন ব্রাহ্মণবাদ শক্তি । আজও যা হিন্দু সমাজে বহাল তবিয়দে বলোবদ আছে ।