Showing posts with label স্বপন শাহ্ শ্যামলাপুরী. Show all posts
Showing posts with label স্বপন শাহ্ শ্যামলাপুরী. Show all posts

Wednesday, October 12

মানুষরূপী অমানুষের গান



অর্থ আর স্বার্থের মোহে, মানুষ গুলো হয় পাষাণ।।
আপন পর থাকেনা আর, থাকেনারে ঈমান আমান।।

ঠকাইতে পারিলেই ওরা, হয়রে অনেক খুশি।।
ঝাঁঝরের মতো সুঁই কে বলে, তুইতো হইলি দোষী।। 
ওরা যে শয়তানের দাসী, গুরু ওদের শয়তান।

লোভ অহংকার হিংসা মিথ্যায়, থাকে যে ওরা মেতে।।
কথায় কথায় অপমান করে, ভালো মনের মানুষকে।।
মায়া দয়া নাই ওদের বুকে।। ওরা স্বার্থপর বেঈমান।

অর্থ আর বিত্তের জোরে, করে কতো তড়াই বড়াই।।
মানুষের জন্য মন কান্দেনা, মনুষ্যত্ব মানবতা নাই।।
ওদের শুধু চাই আর চাই।। ওরা যে বড় নাদান।

স্বঘোষিত সমাজপতি সেজে ওরা, করছে কতো মাতব্বরি।। 
যা ইচ্ছে তাই করে বেড়ায়, করে কতো বাহাদুরি।। 
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী।। সামনে কঠিন ঘোর নিদান।