Sunday, November 6

অংশুদেব






এই ব্যস্ত হেমন্তে
 

মিঠে রোদের চাদর মুড়ি দিয়ে এক কাপ চা নিয়ে
মনে হল তার দুয়ারে বসন্ত তবু আদিমতা নেই কোথাও!

এই সকালে সবাই ব্যস্ত পা বাড়িয়ে ব্যস্ত ভবিষ্যতে 
সময় নেই ,সময় নেই, দূরে ট্রেন হুইসেল মারে :
খামার সারার ফাঁকে কাস্তে হাতে ছোটা কামার বাড়ি
বৃষ্টি শেষ হয়েছে বলে গতরে সাবান ওঠে চাষীর ঘাটে ।
পাতার সংসারে কদর বেড়ে গেছে মাটির খনিজের
শেষের বেলা বেচাকেনা সেরে হিমঘুমে চলে যেতে হবে ।

গর্ভধারণের কাল নয় বলে গাছে গাছে ফুল নেই
কীট পতঙ্গ মাছ পাখি ও মানুষ যে যার সে তার ।

রমণীয় প্রসাধন শেষ হয়ে এল খবর রটেছে বাতাসে ।

এই হেমন্তে হিসাবের খাতায় চোখ রাখে হিসাবী জগত
সকালের স্নেহে আগুন ধরালে অলসতা বাড়ে, ঘুম পায়,
অথচ নতুন খাতা খোলার আগে সব গুছিয়ে নিতে হবে
দেখে নিতে হবে গর্ভে বীর্য ধারণের মতো সাদা মন           
খাদ্য আছে কিনা ঘরে সংসারে সমাজে স্তরে স্তরে :

বেলা শেষের প্রভাত বেলায় ,তুলিতে রঙ লাগার আগে ।



No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।