Friday, October 21

মঈন উদ্দিন মামুন ( বাংলাদেশ )


 প্রিন্ট 



মেটাফিজিক্যাল থ্রিলার যেন ভালবাসার এক ঘর! এই গঠনশৈলীর দেয়াল ভাঙেনি কোনদিন; রাতের নিস্তব্ধতায় হারিয়ে যাই অনন্তলোকে... কোন এক মানচিত্রে আবারও বসতগড়ি। এক সুহাসিনীর গন্তব্য মাড়াতে উদ্বিগ্ন হই মানসপটে বিরামহীন

প্রমীলা মৈত্র


কিছু বাকি কথা


কিছূ কথা বাকি রয়ে গেল
ওরা থাক বুকের ভিতর।
কখন যদি সময় পাও তবে
মনের দুয়ারে দিও টোকা
খুলে যাবে মনের দুয়ার।

জয়তী দাস


কেঁপে ওঠা সন্ধ্যার শিখায়




শেষ শিখাটি নিভে যাওয়ার আগে 
যে করুণ কাতরতা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে ছিলো, 
সেই অসহায় সময়ে আমিই বোধহয় ছিলাম ঈশ্বর! 

কেন তাকে অন্ধকার থেকে অন্য অন্ধকারে ভাসিয়ে দিলাম! 

রাশেদ


আনমনা



তুমি তো দেখছি আজও 
মনের খবর রাখ।
বোকার মত-
মিছে কেন , মধু রেখে
 নুনের দামটা হাঁক.......?

নির্মল কুমার প্রধান


পথের পারে



 ১
 

পথটা গেছে কোন অচিন পথে ----
আঁকাবাঁকা ,সবুজ-ধূসর ঢাকা
পর্ণে-তৃণে কার যেন রূপ আঁকা
 বরণ করি আশায়-তৃষায় প্রাণে
     অন্তর-মন ,গহিন হৃদয় হ' তে ।