Monday, October 31

অরুণ কুমার মহাপাত্র


রঙছুট মুল্লুকে 


দিনের মতো দিন চলে যায় 
কাঁপছি তবু আশঙ্কাতে
প্রিয় নামের নিঃশ্বাসে মোরা 
ভাঙছি তবু আঘাতে 
ভাঙাচোরা ঐ আকাশটাতে 

ইউসুফ হাওলাদার শাওন (বাংলাদেশ)


শেষ চিঠি


তোমাকে ভালোবেসেছি
নিজের থেকে অনেক বেশি,
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে
তোমাকে দিয়েছি স্থান,
আজ আমার সমস্ত  অস্তিত্বে জুড়ে চৈএের  দাপাদাপি,

মনি জামান ( বাংলাদেশ )



সোনা পাখি-২



সোনা পাখি!তোমার ঠোট অধরে সেদিন রেখেছিলাম আমার প্রেম চুম্বন,তুমি উফঃ শব্দটি করে পাগলের মত জড়িয়ে ধরলে আমাকে।
তারপর পাহাড়ের ঢাল বেয়ে নেমে এলো ঝরণা,ঝরণার সিঞ্চন ঘামে ভিজলাম দুজন ক্ষণিক সময়।

লিংকন ( বাংলাদেশ )



অভিমান 




বড্ড অবহেলা করলে আমায়, ভালোবাসার আকর্ষণও কমে গেছে তোমার। দেখা করতে চাও না, না কথা বলতে,  চাও না খবরটুকু নিতেও। কেমন আছি আমি, তোমার জানতেও ইচ্ছে করে না এখন আর ।