Showing posts with label পূরব ব্যানার্জী. Show all posts
Showing posts with label পূরব ব্যানার্জী. Show all posts

Thursday, October 13

পূরব ব্যানার্জী

ভালোবাসার সঞ্জীবনী
         

হটাৎ দুর্যোগে সেদিন ,অনির্দিষ্ট লেট ট্রেন  ! 
ক্লান্ত অবসন্ন দেহ ,আর বিষণ্ণ মনে, 
ভিড় হতে দূরে,অপেক্ষা প্লাটফর্মে , 
একাকী নির্জনে ---------
ছিল দৈনন্দিন একঘেয়েমির এক অব্যক্ত দংশন  !!
বাঁচার জন্য বেঁচে থাকা, 
আনচান হৃদয়ে কেবলই যত বেসুরো গান -
আবেগ সৃজন যা কিছু সবই ,
করেছিল খান খান ।।
অন্ধকারে বন্ধ চোখের পাতায়, 
তখনও ঘোর অন্ধকার  !
হটাৎ ই অতীতের ফেলে আসা স্মৃতির রোমন্থন, 
তখন পরিচয় সবে বছর দুই তিন-
আবিষ্টতায় আচ্ছন্ন মন ,
সম্মোহনী চোখে না বলা ইশারায় প্রতিক্ষণে- 
হায় পাগলসম আমি !!
থেকেছি ব্যাকুল প্রিয়া, তব দর্শনে -
নাই ক্লান্তি, নাই অবসাদ কোনো  !
স্পর্শের কাঙাল ছিলাম ,
শয়নে স্বপনে উতলা শুধুই তব স্পর্শের লাগি  !!
বিকেলের আকাশে জমে থাকা একচিলতে মেঘে,
কম্পিত অধরে শাওন পিয়াসী আহ্বান করেছিল,
তৃষ্ণার্ত চাতকের মতো উদভ্রান্ত  !
যেন স্বর্গের সুষমায় মোহাচ্ছন্ন দুই প্রাণ ।।
প্রেমের সেই গান যেন ফের -
সুরে সুরে সঞ্জীবনী হয়ে শোনাল হায় ,
ভালোবাসার এক গল্প চিরন্তন !
থমকে দাঁড়ানো পড়ন্ত বিকেলে-
পরিশ্রান্ত ভগ্ন হৃদয়ের কোণে উঠল বেজে,
আবারও বেঁচে থাকার আমন্ত্রণ ।।