Sunday, November 6

অংশুদেব






এই ব্যস্ত হেমন্তে
 

মিঠে রোদের চাদর মুড়ি দিয়ে এক কাপ চা নিয়ে
মনে হল তার দুয়ারে বসন্ত তবু আদিমতা নেই কোথাও!

অরুণ কুমার মহাপাত্র


আমাদের অর্বাচীন সুখ 


আমাদের চারপাশে কত না বৃক্ষছেদন 
কত না বৃক্ষনিধন...
বৃক্ষ থেকে নেমে আসা পাখি সব করে 
আর্ত রব...
ভেঙে পড়ে প্রিয়তম বাসা , করে
বাসা বদল...

শাহিন চাষী ( বাংলাদেশ )


আগুনের ভেতর শুয়ে            

  

ভয়ঙ্কর আগুনের ভেতর শুয়ে
একমনে একমুঠো কোমল ছায়া খুঁজে ফিরি 
একা-- একদম একা!