Showing posts with label মতিউর রহমান মিলন. Show all posts
Showing posts with label মতিউর রহমান মিলন. Show all posts

Thursday, October 13

মতিউর রহমান মিলন

ফেরা


ফিরতে চেয়েছিলাম আমার আর ফেরা হয়‌নি ঘ‌রে, 
কুপির তেল ফুরিয়ে গেছে পথ ফুরোবার আগেই 
ফেরার প্রত‌্যয় থাকলেও কিছু মানুষের ফেরা হয়না 
চিরহ‌রিৎ প্রার্থনার জ্বলজ্বলে চোখ বলেছিল,
তোমার জন্যে প্রতীক্ষার অন্ত নেই আমার! 
ক্ষ‌য়িষ্ণু জীব‌ন ভু‌লে যে প্রথম গাই‌তে শি‌খি‌য়ে‌ছিল
সেও ভুল মানুষের সাথে মিলিয়ে ফেললো গলা,
সম্পর্ক নামক সেতুটি নির্মাণ করা খুব কঠিন 
সময়ের ব্যবধানে রক্ষা করা হয়তো আরও কঠিন 
কুপি নিভতেই অন্ধক‌ার আরও গাঢ় হ‌তে থাকে
বু‌কের উপত‌্যকা জু‌ড়ে নেমে আসে আরো গাঢ় অরণ্য 
দূ‌রের আকাশে তাকিয়ে থাকি, মেঘ দেখি কারো অবয়বে! 
সুবর্ণ সময় বহুদূ‌রে, তাই আরও দূরে গেলে তুমি; 
অন‌্য আকা‌শে চাঁদ থাকলেও 
অন্যের ঘরে বাতি জ্বললেও 
নিজের কুপির তেল ফুরোলে পথের সন্ধান পাওয়া যায়না 
তাই হয়তো কিছু মানুষের আর ফেরা হয়না ঘরে।