Saturday, November 12

সত্যদেব পতি(নীল ধ্রুবতারা)





ভাঙাগড়া


প্রতি মুহূর্তে চলছে ভাঙাগড়ার কাজ;
কোথাও পথ ,কোথাও মন,কোথাও হৃদয় ভেঙে খানখান হচ্ছে ঘুমন্ত সমাজের পৃষ্ঠভূমে,
অলীক স্বপ্ন আর ভাবনার সংঘর্ষে মনের আকাশে হচ্ছে বজ্র নিনাদ,
কৌতূহলী মনের দর্পণে যখন প্রত্যাখ্যাত হয় ভাবনা-
বাস্তবের কঠিন কষাঘাতে  জর্জরিত হয়ে রক্ত ঝরায় অনুশোচনা,
হঠাৎ করে জীবন নদীতে হরপা বান আসে খোলা চোখের পাতায়,
ডুবুডুবু অক্ষীগোলকে ঝাপসা দর্শন।

কখনো প্রেমিক মনে অবিশ্রান্ত বৃষ্টি কোথাও অগ্নুৎপাত হয় না পাওয়ার গিরিচূড়ায়,
বিভ্রান্ত মনের সাইক্লোন এসে সবকিছুই ওলোটপালট করেদেয় নিমেষে,
সজ্ঞাহীন বিচারের অমোঘ বাস্তব এসে বিপ্লব করে একটু ছোঁয়ার ত্বরে;
চাওয়া পাওয়ার অধিকার নিয়ে ধুন্ধুমার হয় না পাওয়া,
বৈশাখী তারুণ্যে দিন আসে সকালের কোলে,
সময়োচিত সংঘর্ষ বাধে হৃদয়ের গহীন প্রকোষ্ঠ জুড়ে!
কখনো চাওয়াটা শুধুমাত্র চাওয়া হয়েই থেকে যায় মানবিকতার সুপ্ত গহ্বরে;
সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদে সময় বয়ে যায় পাহাড়ী নদীর বেগে-
দুই তীরে চলে ভাঙা গড়ার অবিরাম প্রবাহ ,
তবুও সবাই নতুন কে সাদরে গ্রহণ করে একটা মহা প্রবলয়ের শেষে,
শান্ত নদীর স্রোতের বিপরীতে দাঁড় বাওয়া -
স্তব্ধ হয় ভাঙার খেলা ,
চিরশান্তি নিয়ে সমস্ত জীবনকে সমর্পণ করে প্রকৃতির সৃজিত শান্তির  মহাসাগরে।

1 comment:

  1. জীবন যাত্রার এমন কাহিনীর সমাপ্তি টাইম হয়ত তাই, হয়ত সমাধান ধীর বলয়ে ঝড়ের অপেক্ষায়-

    ReplyDelete

লেখা পড়ুন এবং মতামত জানান ।