Sunday, November 13

অরুণ কুমার মহাপাত্র




ভাসানের গান


মুহূর্তেগুলো হারিয়ে যায়...
অনেকে অচেনা হয়ে যায় সময়ের 
সাথে সাথে...
পায়ের নীচে অবিরত বইতে থাকে 
কষ্টের নদী...
ভুল শব্দগুলো পোড়াতে চেয়েও
পারি না...
যদি ভুল শব্দে পুড়ে যায়  ভালোবাসা... !!
মনে  মনে বলি তোমরা ভালো হয়ে যাও
ভালোয় ভালোয়...
সবই বুঝি আমি... ।
বোধ শূন্য , জ্ঞানশূন্য হ্যাঁ তে  হ্যাঁ , না  তে  না
করে চলে না জীবন...
শিরদাঁড়া ভেঙে যায় প্রচন্ড আঘাতে... ।
ভালবাসায় চুবানো নখ ধুয়ে এসে
আয়ুরেখার আলপথে হেঁটে চলি...
হাঁটতে হাঁটতে শুনি  আমি ভাসানের 
গান... ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।