Sunday, November 6

অরুণ কুমার মহাপাত্র


আমাদের অর্বাচীন সুখ 


আমাদের চারপাশে কত না বৃক্ষছেদন 
কত না বৃক্ষনিধন...
বৃক্ষ থেকে নেমে আসা পাখি সব করে 
আর্ত রব...
ভেঙে পড়ে প্রিয়তম বাসা , করে
বাসা বদল...
আজ সভ্যতার উদ্ভিন্ন কৌশলে 
সবকিছু বেহাল...
বিষণ্ণ বৃক্ষমূলে থেমে যায় প্রিয় সেই
কোলাহল...
থেমে যায় ব্রহ্মশব্দ...সমস্ত অতল ।
অসীম সম্ভাবনাময় সহস্ৰ প্রিয় সেইসব 
পাখি , শিশুর সরলতা নিয়ে ডানা মেলে
উড়ে যায় দূরে বহুদূরে...
আর আমার চোখের পাতা ঢেকে দেয় 
এক ফালি মেঘ এসে হঠাৎ...
আমাদের অর্বাচীন সুখ দেখছে কালপুরুষ...
আমার অক্ষরমালা থেকে উদাসীন তরঙ্গ 
মাঝে মাঝে  ছুঁয়ে যায় জীবন...
পাখিদের বিশ্বাস ,যারা বুনে চলে আগামীদিনের ধ্বংসযজ্ঞের বীজ...তারাই 
একদিন ফেরাবে পৃথিবীর হারানো 
প্রশ্বাস... আর ফিরে পাবে সবাই 
হারানো অন্নজল...  ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।