Sunday, November 20

মনিরুজ্জামান প্রমউখ



ভালোবাসার উর্ধ্ব কিছু নাই ...


বুঝলাম যে কিছু দিলে, কিছু পাওয়া যায়। 
এতোদিন দেইনি বোলে ঠকেছি, ভাবি। 
এবার ভাবনাটা প্রলম্বিত হোক পূর্ণতার রগরগে। 

যদিও বিবরণ হয় 
জল চেয়ে নিলেই কী পিপাসা মিটে? 
উপশমে জড়িয়ে গেলেই কী রোগ সারে? 
কারো বুক ভর্তি আলোর বিকিরণ থাকলেই কী 
তাতে রোদ পোহানো যায়? 
কারো হাসির মোহময়ীতে তৃষ্ণা উছলে উঠলেই কী 
তাকে ভালোবাসার আচ্ছাদনে পলাশ রাঙ্গানো যায়? 
ভালোবাসায় মর্জির চেয়ে সমন্বয়ের কী আছে উপায়? 
কিন্তু পাখি বুঝে, সে তার কোন দায়। 
সেতো পেলব উন্মাদনা ছড়িয়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়। 

তবু তারে একমুঠো ভালোবাসা যায়
নবান্নের মৌসমী জমিনের আল বেয়ে যাওয়া
প্রশান্ত হাওয়ার ঘূর্ণিটানায়। 
কে দেখে রবি, কে দেখে ববি, আর কেই বা দেখে সূচি? 
সুখান্তে ভালোবাসার উর্ধ্ব কিছু নাই ...। 


No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।