Monday, November 7

উজ্জ্বল দত্ত






ভুল করে ফেলি বারবার 

এখন মনে হচ্ছে 
খুব ভুল করে ফেলেছি,
ঘুড়ির নাটাই সূতো বাঁধা ছিল 
তোমার ঠোঁটের ভাজে অপরূপ কারুকাজে,
দেখতে দেখতে কখন যে হারালাম 
এক্কা দোক্কার কোটে, জানি না......!

ঘুড়ি উড়ছে তো উড়ছে
আকাশে আঁধারের বুক চিরে আঁধারে,
কুয়াশার আঁচলে লুকায় খানিক সময়
অনাকাঙ্ক্ষিত মুখ, 
তবু মনে হয় খুব চেনা
কোথায় যেন দেখেছি! 

যদি বিশ মিনিটকে
সারা জীবনের জন্য,
মহাশূন্যের ফ্রেমে বন্দী করা যেত,
তাহলে আর কোন আক্ষেপ থাকতো না।

অনেক কিছুই মিলে যায়
কিন্তু বলতে পারিনা মুখ ফুটে, 
শুধু খুঁজে বেড়ায় প্রেম 
জাফলংয়ের গোয়াইন ঘাটে, 
নৈসর্গের অপার সৌন্দর্যের মহিমায়।


No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।