Showing posts with label শাহিন চাষী. Show all posts
Showing posts with label শাহিন চাষী. Show all posts

Sunday, November 6

শাহিন চাষী ( বাংলাদেশ )


আগুনের ভেতর শুয়ে            

  

ভয়ঙ্কর আগুনের ভেতর শুয়ে
একমনে একমুঠো কোমল ছায়া খুঁজে ফিরি 
একা-- একদম একা!

Friday, October 14

শাহিন চাষী ( বাংলাদেশ )

দেখা


ঘাসফড়িংয়ের বিয়ে;
প্রজাপতি ঝিঝি'র সাথে নিয়ে
চললো উড়ে সবুজ মাঠের পানে।
পথেই তাদের ডাকি
বললো ফিঙে আর সে শালিক পাখি,
অমন সুখে চলেছ কোনখানে!

শুধায় ঝি ঝি হেসে--
আহলাদে খুশির বাণে ভেসে,
ঘাসফড়িংয়ের আজ যে বিয়ে হবে!
বলে শালিক শুনে,
এমন মধুর রঙিন আয়োজনে 
চলো ফিঙে, আমরাও যাই তবে।

সকলে একদলে,
নেচে-গেয়ে বিপুল কোলাহলে
দেখলো সুখে ঘাসফড়িংয়ের বিয়ে।
একটু সময় পরে,
শালিক খেল ফড়িং, ঝিঁ-ঝিঁ ধরে
ফিঙেটাকে সঙ্গে করে নিয়ে!

দেখলো আকাশ তাহা,
মুখে তবু ঝরলো না স্বর 'আহা!'--
করলো না সে কোনই প্রতিবাদ!
আমার হলো দেখা,
এই সমাজের ছবির চিত্ররেখা--
জমলো মনে কেবল অবসাদ!