Saturday, December 10

প্রমীলা মৈত্র


প‍ৌষ মেলা


শীত কাল এলেই  মেলার ধুম 
চারি দিকে  কতনা মেলা।
সন্ধ‍্যা হোতে না হোতেই চলে সবাই 
মেলার মাঠে লোকের আনাগোনা।
কত লোকজন  চেনা অচেনা।
কত গল্প কত কথা যা বলা হয় নি।
বলে চলে প্রান খুলে।
নতুন  লোকের সাথে আলাপ।
ছোটদের আনন্দের শেষ যেন নেই
কেউ কিনছে খাবার দাবার
কেউ  কিনছে খেলনা মনের মত।
হরেকরকম দোকান হরেকরকম জিনিস।
নাগর দোলায় চড়া ঘুরন্ত ঘোড়ায় চড়া।
কিনছে নানান রকম রঙিন বেলুন।
বন্দুক খাচ্ছে ফুচকা  জিলিপি।
মেয়েরা কেনে কাঁচের চুড়ি  পুথির মালা।
খেলার পুতুল  চুলের ক্লিপ।
হরেকরকম দোকান হরেকরকম  লোকের ভীড়।
একটা কথা আছে মেলায় যায় ঠেলা খেতে।
সেটাই  হয় প্রচুর লোকের ঠেলা ঠেলি।
তবুও  শীতের আনন্দ বেশি  মেলাতেই।।

1 comment:

  1. বন্দুক আজকাল ফুচকা জিলিপিও খায় নাকি?

    ReplyDelete

লেখা পড়ুন এবং মতামত জানান ।