Sunday, December 25

প্রমীলা মৈত্র


শীতের মজা 


শীত আসতেই অনেক মজা
দেদার মজা পিকনিকে
পৌষ মাসের কড়া শীতে
পিকনিকের ধুম চারিদিকে।

আনতে হবে চাল ডাল মশলা
তার আগে চাঁদা তোলা 
মাছ মাংস ডিম সব্জী কিনতে 
ছোটো বাজার সকাল বেলা।

মাঠে পুকুর পাড়ে  নদীর তীরে
আম বাগানের গাছের তলায় 
মাটি খুঁড়ে কেউ কেউ করে উনুন
কেউ কেউ আবার  উনুনে আগুন জ্বালায়।

কুটনো কাটা মশলা বাটা
বেগুন ভাজা আলুর দম
মাছ ভাজতে তেল চড় চড়
মাংস কষার গন্ধে মজা  হরদম।

ছেলে মেয়ে এক সাথে জুটে
এমন মজা কিশে আছে
খেলা ধূলায় মেতে থাকে 
সবাই মিলে গানের সাথে নাচে।

হাসি মজা গল্প গাছা চলে
তারই মাঝে কেউ বা সাথী খোঁজে 
প্রেমের মজায় জুগল লুকায়
পড়লে ধরা মুখটি ঢাকে লাজে। 

শীত এলেই চোখে ভাসে
ছোট বেলার সেই দিন গুলি 
মনটা এখনো পিকনিকের দিন
বুকের মাঝে জমে আছে কেমনে তা ভুলি।।

1 comment:

লেখা পড়ুন এবং মতামত জানান ।