Monday, August 15

স্বাধীনতা

সুরজিৎ সী

স্বাধীনতা কি খাবার জিনিস, ভুরিভোজ করে খাওয়া যায়।
নাকি সেটা কোনো বাদ্য যন্ত্র বাজিয়ে মজা পাওয়া যায়।
স্বাধীনতা কোনো গাছে ফোটা ফুল, টুক করে তুলে নিলে হয়।
নাকি সেটা কোনো বিষাক্ত সাপ, হাত দিতে গেলে লাগে ভয়।
স্বাধীনতা কোনো রেশমি পোষাক, সারাদিন পরে থাকা যায়।
নাকি সেটা কোনো শুঁয়োপোকা যা গায়ে লাগলেই চুলকায়।

স্বাধীন হয়েছে ভারতবর্ষ তিন কুড়ি সাল হল।
তবু পরাধীন ভারতবাসী পরাধীন'ই থেকে গেল।
কত না যুদ্ধ কত মারামারি কত প্রাণ হল নষ্ট।
ক্ষুদিরাম আর নেতাজি সুভাষ বৃথাই করেছে কষ্ট।
পিতা পরাধীন পুত্রের কাছে, সেও পরাধীন আরো কারে কাছে।
প্রকৃত অর্থে ভারতবাসী, পরাধীন ছিল পরাধীন আছে।
"স্বাধীনতা" শুধু শুনেই এসেছি, দু'চোখে দেখিনি কভু।
জীবনে কাউকে স্বাধীন দেখিনি, দেশটা স্বাধীন তবু।

প্রেমের আগুন

দুজন প্রেমির প্রেমের উষ্ণতায় আচমকা দুটি গ্রামে জ্বলে ওঠল আগুন!
কিছু জন সে আগুনকে উনুন বানিয়ে ভাতের হাঁড়ি চাপাল!
কিছু জন মনের সুখে আগুন পোয়ালো!
নেতারা এল উন্নয়ন যজ্ঞের প্রস্তুরি করতে!
পুরোহিতগণ এল সেই আগুন ঘী ঢালতে!
শুরু হল উন্নয়নের মহা যজ্ঞ!
কিছুজন এসেছিল জলের কলস নিয়ে,
কিন্তু তারা তো অসামাজিক, অধার্মিক,-
নাহলে যজ্ঞ স্থলে জলের কলস কেউ আনে!
ধর্মীয় রীতি অনুযায়ী তাদের গলায় সেই কলস বেঁধে,
নদীতে ফেলে দেওয়া হল!
এখনও সেখানে আগুন স্ফটিকের মতো উজ্জ্বল!
না না,- সে আগুনে দেয়নি কেউ একটি ফোঁটা ও জল!
বরং শুদ্ধ দেশি ঘী আহুতি করা হয়েছে!
আহুতি গেছে বাবুদের নীতিজ্ঞান ও নিদর্শনের স্তুপ।
যজ্ঞ ফসলের অদম্য চেষ্টায় নিবিষ্ট পুরোহিত।
আহুতি আহত হয় নিষ্পাপ প্রাণ।