Saturday, December 3

আশাহত প্রস্তাবনা


বিদ্যুৎ দেব


অমিল বিশ্বাসে দেয় কালো রং ।ওরা দেয় সাম্প্রদায়ীক বীজ বুনে।তল্পি-তল্পা সমেত পালায় নিরীহ প্রাণ।
হতাশা বাগান পেরিয়ে আশ্র‍য় নিই শান্তি গাছ তলায়।পাখির কন্ঠে প্লাইওভার গান।জয়ের প্রার্থনায় দিই রাহু পূজো।


পাখি নীড় পেলো।রোজ পুড়ে প্রাথনার জ্বালানো মোম।আমরা প্লাইওভার পাই আর দেশদ্রোহীর বিচারিক লাশ।
অর্থের রথ চলছে পাহাড় মুখো,,

কালো রং নিয়ম মানে?  বৃষ্টি নিয়ম?থেমে থেমে কাধেঁ নিরীহ আকাশ?  বৈশাখ কখনো ভাদ্র সন্ধ্যায়।

শেষ প্রার্থনা হয়নি কবুল।চলছে রং ছড়ানোর মহা আয়োজন।প্রচন্ড কালো রং।

ধ্যানী সময়কে একবার সুযোগ দেয়
।জ্ঞানী দেয় বার বার।
চেলা চামুন্ডুর পুজো নয়, চাই  মানুষ ভজন।
চলো যাই বাহাত্তরের বাংলায়।রাষ্ট্র দর্পনে দেখে নিই সবার অবয়ব।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।