Thursday, December 15

উজ্জ্বল দত্ত




তুমি কি চাও 

অদিতি কি চাও তুমি 
তোমাকে ভুলে যাই,
তাতে কি স্বস্তি পাবে!
সালফার এসিড যেমন স্বর্ণ পরিষ্কার করে
ঠিক তেমনি মনটাকে পরিষ্কার করো ধুয়ে মুছে,
বুকের মাঝখানটাতে হাত রেখে প্রশ্ন কর, 
উত্তর ঠিক খুঁজে পাবে !

তোমাকে কেন ভাললাগে 
কেন এত ভালবাসি, 
কেন মনের অজান্তে তোমার কথা ভাবি ,
কেন তোমাকে নিয়ে লিখি কবিতা,
কেন পৃথিবীর পথে চোখ রেখে খুজি ঠিকানা! 

তুমি বলতে পারো কতটা ভালবাসলে 
দু’চোখ বেঁয়ে বৃষ্টি পরে শ্রাবন ধারায় ,
কেন পালিয়ে বেড়ায়,
মন থেকে জীবনের ছন্দধারা,
কেন দিন গরিয়ে রাত আসে,
কেন আকাশটা নীলের সাগরে ভাসে,
কেন চাঁদের গাঁয়ে লাগে গ্রহণ ?

অদিতি কি চাও তুমি   
তোমাকে ভুলে যাই, 
তাতে কি স্বস্তি পাবে!
বুকের মাঝখানটাতে হাত রেখে 
মনকে প্রশ্ন করো,
পৃথিবীর সমগ্র রহস্য ভেসে উঠবে তোমার দু-চোখে,
গোলাপের লালে লাল হয়ে হারিয়ে যাবে তুমি তখন,
ভালোলাগা মায়াবী স্পশতায় ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।