Monday, November 7

জয়তী দাস




আণবিক 


মাটি কী ডোবাতে পারে ক্ষয়িত অন্ধকার?

ওখানেই ফুঁড়ে ওঠে জীবন্ত লাশ 

সূচকের দোলক কাঁটায় নাচে লব হর.. 

অনেক শিশির কাঁদে হেমন্তের রক্তপল্লবে 

খুব সহজ দেখে, পোকার এক রাত্রির দেহ 

আলোর দিকে ধেয়ে আসে বারেবার- পিথাগোরাস 

যুদ্ধ ক্লান্তিকর বলবে না তবুও!


--------


অহল্যা পাথর


সে জেগে থাকে পোড়ো মাস্তুলের মতো 
ভাঙা আলোর সাথে চৌচির কাচে মাপে দিনের কম্পাস 
জ্যামিতিক ডালে ডালে ঝুলে আছে জোনাকির পোশাক
নীল মাছিরা ঘড়ির গান ভুলে যায়.. 

মাঝেমাঝে শুশুকের মতো উঠে আসে, 
ভেতরের সংকোচন প্রসারণের দাঁড় বাওয়ার শব্দ -
থমকিয়ে রাখে মাঝরাত 
ইতস্তত আলো ফেলে হনহন করে হেঁটে যায় কালপুরুষ -
দেখে, উচ্ছিষ্ট চাটা কুকুরেরাও শান্ত এসময়!

চারপাশে কোঁচকানো কবিতারা ঘেমে উঠেছে রোজ 
ছেঁড়া গেঞ্জির মায়া, রাতের বাতাস জানে 
কল্পনার থালায় রেখেছি বাস্তবের উলঙ্গ চাঁদ 
বারবার... 
কালোর ভেতরে যতটাই সাদা মিশিয়েছি, 
বেরিয়েছে পোশাকী ভাল্লুক -

ঘুমের দৈত্যকে কব্জা করতে পারলে, 
মাথার ভেতরে উড়ে যায় দিকশূন্য উড়োজাহাজ!
ছিটকানি খোলার শব্দ হয় 
চারপাশে অদ্ভুত আলাপন....
চোখের ভেতরে দুহাত বেঁধে বলে ওঠে কেউ 
জেগে থাকো...

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।