Tuesday, November 8

অরুণ কুমার মহাপাত্র



অসুর পাড়া

 

গাঁয়ের এক প্রান্তে অসুর পাড়া
দিনের বেলায় পাড়ার লোকেরা
সদর্পে মাথা খাড়া করে হাঁটে
নিশির ডাকে রাতের বেলায়
হাওয়ায় মিলায়
অন্ধকার ওদের অপেক্ষায় থাকে
আসলে অন্ধকারের সঙ্গে ভালো
সম্পর্ক

নিশি রাতে নারী শরীর কে সাপের
মতো পেঁচিয়ে উল্লাস করে ওরা

শরীর থেকে ঝরে পড়া কান্নায়
রক্তের দাগ
তবুও অবিচল ওরা
হাসির বিজ্ঞাপনে ওদের ঠিকরে
ওঠে সুখ

রঙিন পানীয়ে প্রতিবিম্বিত হয়
নগ্ন শরীর
নগ্নতার পানপাত্র চলকে ওঠে
বার বার 

ওরা ফিরে আসে গাঁয়ের অসুর
পাড়ায়...
পাঠশালার গা ঘেঁষে বিশাল প্রশ্রয় বৃক্ষ
ওখানে নিজেই নিজের লাশের ওপর
শুয়ে ওরা ক্লান্তি নিরসন করে

বৃক্ষতলে অপেক্ষমাণ পাড়ার মাতব্বর কে
 পেন্নাম করে ওরা প্রসাদী শরীর
নিবেদন করে
রতিরঙ্গে তৃপ্ত মাতব্বর পৈশাচিক
হাসি হাসে

ছলাকলার কৌশলের অন্তরালে
রাজনীতি উঁকি মারে

রাত ভোর হয়, সূর্য ওঠে, বেলা বাড়ে
দূর থেকে প্রাণহীন প্রতিমার বিসর্জনের
সুর ভেসে আসে
সমবেত কণ্ঠের উল্লাস শোনা যায়
"দুর্গা মাই কি জয়"
প্রতিমা ভাসানে থমকে যায় জলস্রোত

এরপরে সব শুনশান...

আবার কর্মমূখর হয়ে ওঠে অসুর পাড়া
পাঠশালায় লেখাপড়া শুরু হয়
পাড়ার নতুন প্রজন্ম ওদেরই ভাষায়
অ আ ক খ শেখে
পড়ালেখা চলতেই থাকে... ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।