Sunday, December 25

উজ্জ্বল দত্ত ( বাংলাদেশ )



আমার দুঃখ হয় 


তুমিও বুঝলেনা 
হাজারো বার বলেও বড্ড ক্লান্ত আজ,
আবেগ অনুভূতিগুলো শ্রাবনের মেঘলা জলে বুক বেঁয়ে ভেসে যায় সাগর নীলিমায়।

আমার দুঃখ হয় তুমিও বুঝলেনা  
যুগের পর যুগ,
যোগ হলো তোমাকে ভালোবেসে ,
স্বপ্ন ছিল কত দেখেছিলাম চোখে 
মনের জানালায় প্রদীপ জ্বেলে 
ঘুড়ি উড়াতাম আকাশে।

কেন জানি তোমাকে দেখলে পরে  
এ দেহে ফিরে পায় প্রান,
নতুন করে লিখতে ইচ্ছে করে 
জীবনের জয়গান। 

যতই কর অবজ্ঞা অবহেলা
বুকের গহীনে কষ্ট জমা করে,
ভালোবেসে যাব নিবিড় যতনে
সারা জীবন ভর ।

আমার দুঃখ হয় এই ভেবে 
তুমিও বুঝলেনা ,
ভালোবাসার বিনিময়ে পেলাম শুধু যাতনা!
তবু ও বেঁচে আছি ভিক্ষারীর মত চোখ মেলে পথে, 
একটু ভালোবাসার প্রতিক্ষায়।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।