Wednesday, October 12

সুকুমার সরকার




কাক চরিত্র 


কবি হতে চেয়েছিলাম হয়ে গেছি কাক
ভোরের সূর্য দেখে চিৎকার করে বলে উঠি
এই বুঝি এক্ষুণি ধ্বংস হবে পৃথিবী !

প্রতিদিন পৃথিবী ধ্বংস হয় না 
তবু কেন জানি না 
আমার মস্তিষ্কে প্রতিদিন 
কী যেন সংকেত খেলে যায় 
গনগনে আগুনের সূর্য দেখলেই 
চিৎকার করে বলে উঠি
এই বুঝি এক্ষুণি ধ্বংস হবে পৃথিবী !

পৃথিবীর শৈশব এখন !
কাক চরিত্রে আমার মস্তিষ্কে 
যতই ধ্বংসের সংকেত খেলে যাক
পৃথিবী ধ্বংস হবে না এক্ষুণি !
ইথারে ছড়ানো সৃষ্টির বীজ 
প্রতিদিন বাজবে শঙ্খ পাঞ্চজন্য
প্রতিদিন গনগনে আগুনের সূর্যের পরে 
প্রতিদিন সমুদ্রের তলদেশে থেকে জেগে উঠবে 
প্রতিদিনের এক নোতুন পৃথিবী !

***


মৃত্তিকা মন 


চারিদিকে ভেসে ভেসে বেড়াচ্ছে 
এত সব বিলাসী মেঘ
কেউ এক ফোঁটা বৃষ্টি দেয় না ।

পলল মৃত্তিকা মন আমার
চেয়ে আছি বারিধির পানে
ও আমার মেঘের নারী
সিক্ত করো আমার পর্ণ কুটির !

বহুকাল তপ্ত এ মাটি 
বসে আছি মায়ের ছিন্ন আঁচল পেতে
সিক্ত করো মা ও মাটিকে আমার 
এক জনমের পর তোমাকেও মা বলে ডাকবো !

বাদল রায় স্বাধীন

কালো মেয়ের বন্দনা
         
মা
    বলে,
কালো জামা কালো প্যান্ট
সুন্দর কালো ফোন,
বিয়ের জন্য মোটেই নয়
কালো মেয়ে শোন।

কালো চামড়ায় সুন্দর নয়
সুন্দর কালো চুলে,
কালো মেয়ের প্রেমে খোকা
পড়বিনা তুই ভুলে।

সকল মায়ের একই কথা
একিই রকম সুর,
এমন চিন্তা কেন তবে
হয়না তাদের দূর?
      মা
          র 
                কা
                     ছে..
রোমান্সহীন ফর্সা মেয়ে
পুতুল পুতুল লাগে,
কালো মেয়ে সুশ্রী হলে
অনেক রোমান্স জাগে।

সাদা মেয়ের দেহে যেন
রক্তের অভাব,
চঞ্চলা উর্বশী 
কালো মেয়ের স্বভাব।

ব্ল্যাক ডায়মন্ডও মেয়ে আছে
কালো হরিন চোখ,
এমন কালো দেখলে আমার
জুড়িয়ে যায় বুক।

অনেক কালো মেয়ে আছে
সাদার চেয়ে সেরা,
তাদের চোখে চোখ পড়লে
যায়নাতো ফেরা।

ইচ্ছে করে এমন কালো
জড়িয়ে  বুকে রাখি,
সারাজীবন তার চোখে চোখ
রেখে বসে থাকি।

মানুষরূপী অমানুষের গান



অর্থ আর স্বার্থের মোহে, মানুষ গুলো হয় পাষাণ।।
আপন পর থাকেনা আর, থাকেনারে ঈমান আমান।।

ঠকাইতে পারিলেই ওরা, হয়রে অনেক খুশি।।
ঝাঁঝরের মতো সুঁই কে বলে, তুইতো হইলি দোষী।। 
ওরা যে শয়তানের দাসী, গুরু ওদের শয়তান।

লোভ অহংকার হিংসা মিথ্যায়, থাকে যে ওরা মেতে।।
কথায় কথায় অপমান করে, ভালো মনের মানুষকে।।
মায়া দয়া নাই ওদের বুকে।। ওরা স্বার্থপর বেঈমান।

অর্থ আর বিত্তের জোরে, করে কতো তড়াই বড়াই।।
মানুষের জন্য মন কান্দেনা, মনুষ্যত্ব মানবতা নাই।।
ওদের শুধু চাই আর চাই।। ওরা যে বড় নাদান।

স্বঘোষিত সমাজপতি সেজে ওরা, করছে কতো মাতব্বরি।। 
যা ইচ্ছে তাই করে বেড়ায়, করে কতো বাহাদুরি।। 
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী।। সামনে কঠিন ঘোর নিদান।