Showing posts with label রাজকুমার জাজোদিয়া. Show all posts
Showing posts with label রাজকুমার জাজোদিয়া. Show all posts

Saturday, October 15

রাজকুমার জাজোদিয়া

বঙ্গে বিশ্বের বৃহত্তম বদ্বীপ

গঙ্গা দ্বারা সৃষ্ট বদ্বীপের আয়তন প্রায় ১,৫০,০০০ বর্গ কিলোমিটার।এই বদ্বীপ সৃষ্টি হতে সময় লেগেছে প্রায় ৭০লক্ষ বছর।এই সৃষ্টি প্রক্রিয়া এখনো চলছে। এই বদ্বীপের প্রাচীন নাম বঙ্গ বা গঙ্গাহৃদ (গঙ্গাহৃদয়:গঙ্গার হৃদয় মনে করা হত)। বলা বাহুল্য, বর্তমানে এই বদ্বীপ বাংলাদেশ ও ভারতের (পশ্চিমবঙ্গ) মধ্যে বিভক্ত হয়ে আছে।এই বদ্বীপের আকৃতি বাংলা 'ব' অক্ষরের মতো, তাই নাম বদ্বীপ।এই বদ্বীপের তিনটি রেখা বা ভুজ এবং তিনটি বিন্দু রয়েছে। বিন্দুগুলো মানচিত্রে দেখা যাক। উত্তরে মুর্শিদাবাদ জেলায় মিঠিপুর গ্রামে গঙ্গা দুভাগে বিভক্ত হয়ে গেছে। দক্ষিণ দিকে প্রবাহিত ধারার নাম ভাগীরথী। পূর্বদিকে প্রবাহিত ধারার নাম পদ্মা। উল্লেখ্য, ভাগীরথীর দক্ষিণ প্রান্ত সাগরদ্বীপ (গঙ্গাসাগর) থেকে শুরু করে পূর্বদিকে এগোতে এগোতে পৌঁছে যাবে বাংলাদেশের ভোলা জেলার নিঝুম দ্বীপে। 
উল্লেখ্য,এখানে প্রথম বিন্দু হচ্ছে মিঠিপুর, দ্বিতীয় বিন্দু হচ্ছে সাগর দ্বীপ এবং তৃতীয় বিন্দু হচ্ছে নিঝুম দ্বীপ।এই তিনটি বিন্দু যোগ করলে 'ব'  আকৃতির বদ্বীপ সৃষ্টি হয়ে যাচ্ছে।এটিই হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ।বদ্বীপের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এই বদ্বীপের পশ্চিম প্রান্তে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।এই বদ্বীপের দক্ষিণাংশে রয়েছে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের বাসভূমি সুন্দরবন।