Saturday, December 10

অরুণ কুমার মহাপাত্র


শ্রীপাট গোপীবল্লভপুর 


সুবর্ণরেখা নদীর এপারে গোপীবল্লভপুর এক গ্রাম
কাশিপুর আদি নাম যার...
শঙ্খনীল সন্ধ্যায় নক্ষত্রের নামাবলি গায়ে জড়িয়ে শ্রীপাট গোপীবল্লভপুর চুম্বকের মতো আমাকে আমার বালক বেলায় টেনে নিয়ে যায়...
আমি ঘুরে বেড়াই বৈষ্ণব তীর্থের এই পবিত্র স্থানে...
চারিদিকে অনেক গাছ এখানে মাথা নত করে থাকে চুপচাপ...
স্বপ্নে দেখি প্রাচীন গাছেরা এখানে হাত জোড় করে বন্দনাগীতি গায়...
বুকের ভেতর পাথর হয়ে যাওয়া প্রেমগুলো জেগে ওঠে হঠাৎ...
নিমীলিত চোখে তন্দ্রার ঘোরে কে যেন হাতের কলম কেড়ে নিয়ে বলে ভক্তিমার্গের কথা লেখ...
চমকে দেখি এ যে রসিকানন্দ দাঁড়িয়ে...
মায়া দর্পণে নিজের প্রতিবিম্ব দেখে কত কথা ভাবি আমি...
একদা অনেক রক্তক্ষরণ হয়েছে এখানে...
হাওয়ায় হাওয়ায় ছড়িয়েছে একদা অনেক 
বারুদের গন্ধ...
রজস্বলা নারী হয়ে দুঃখিনী সুবর্ণরেখা ছুঁয়ে 
গেছে এই পবিত্র মাটি...
স্মৃতির রাজ্যে ভাবের আনাগোনা ছিল তাই অবাধ ও সাবলীল...
মায়া বাঁশরির তমিস্রায় চল সবে আলোর 
দুয়ারে যাই...
আসছে বইমেলা দিকে দিকে ছড়িয়ে দাও 
এ  পবিত্র ভূমির কথা...
মুখের এঁটোকথা হিংসার আলোয় আটকে 
না রেখে  , এসো এ  পবিত্র মাটিতে কুড়োই 
ভালোবাসার দানা...
বল  , বল সবে শান্ত সৌম্য কথা , অক্ষয় বচন আর নিমগ্ন হয়ে দেখা পবিত্র এ  ভূমির কথা...
অনেক কিছু হারিয়ে গেছে হয়তো আজ...
বয়ঃবৃদ্ধ ধ্যানী বকুল থেকে খসে পড়ে না  হয়তো এখন বকুল ফুল...
তবুও অলস সময়ে মনে পড়ে অনেক কিছু...
বর্গিরা চলে গেছে সেই কবে...
বর্গিডাঙা রয়ে গেছে তাও...  ।
নীলকুঠির নীল সাহেবদের অত্যাচারের 
কৃষক আর্তনাদ থেমে গেছে কবে...
তবুও এখনো দাঁড়িয়ে আছে ধ্যানগম্ভীর 
শ্রীপাট গোপীবল্লভপুর...
এখানে ভক্তিমার্গে ডুব সাঁতার দিলে ভক্তির মিষ্টতা ছুঁয়ে যায়‌ সকলের মনে...
আমার দেখা শ্রীপাট গোপীবল্লভপুরকে 
এখনও খুঁজি...
শ্রীপাট শুদ্ধ ছিল  , শুদ্ধ থাকবে চিরকাল...
একে একে চলে যাবো আমরা সবাই...
আর নামহীন কোন কবি হলুদ পত্রে লিখে 
যাবে শ্রীপাট গোপীবল্লভপুরের অনাগত 
রূপকথা একদিন...  ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।