Showing posts with label মনিরুজ্জামান প্রমউখ. Show all posts
Showing posts with label মনিরুজ্জামান প্রমউখ. Show all posts

Sunday, November 20

মনিরুজ্জামান প্রমউখ



ভালোবাসার উর্ধ্ব কিছু নাই ...


বুঝলাম যে কিছু দিলে, কিছু পাওয়া যায়। 
এতোদিন দেইনি বোলে ঠকেছি, ভাবি। 
এবার ভাবনাটা প্রলম্বিত হোক পূর্ণতার রগরগে। 

Tuesday, November 15

মনিরুজ্জামান প্রমউখ ( বাংলাদেশ )



মহব্বতের পাখি 


তুমি অনিমেষ ফ্রি থাকলে, 
চলো প্রেম করি। 
আমার বাড়ির অনতিদূরেই
"ত্রিমোহনা থিম পার্ক"। 

Saturday, November 5

মনিরুজ্জামান প্রমউখ ( বাংলাদেশ )



বিরহগীতান্তে 

মেঘদূতের পাঁজর ভরে এসেছিলে দক্ষিণা হাওয়ায়। হাওয়ায় মিশেছিলো অপরিমেয় দুঃখভরা গল্পকথা। অবর্ণিত রেখে দিতে চেয়েছিলে বয়ানের পৃষ্ঠাগুলো। একে একে খুলতে হলো সে মহড়া মানুষের জীবন হতে নেয়া সূত্রগুলোর বরাতে। যেভাবে মানুষ

Sunday, October 30

মনিরুজ্জামান প্রমউখ ( বাংলাদেশ )



ধোঁয়া উড়ে না 


অস্থিরতার ফুলদানিগুলো জমা করে বানিয়েছো 
গোপন রাগের পাহাড়। 
সে পাহাড়ে ওঠার জমাজাতীর কোনো সম্বল 
আমার সামর্থ্যে নেই। 

সুবর্ণ অফারের খোলা প্রান্তরের 
টিকেট তুমি পেয়েছো। 
কিন্তু নাওনি অবনিবনার মানদণ্ড খুঁড়তে খুঁড়তে। 

তবু দিনের অতিক্রমে দিন আসে পালক নিয়ে। 
নবো জাগরণের মোহ নিয়ে
পালিত হতে, দলিত হতে, মথিত হতে। 

আমরা ভালোবাসায় সমর্পিত হতে জানি না বোলে
ভালোবাসার চুরুট পাই ঠিকই। 
ধোঁয়া তাতে উড়ে না।