Saturday, December 17

চম্পা রায়


প্রথা


ঘন কালো মেঘের অন্তরাল।
তারি ছায়া তলে অনেক আলো
সে আলোর মাঝে আছে যে মুক্তির বাতাস
আছে যে হিরে মানিকের দীপ ঝলমল।

ছায়ায় ঢাকা মেঘের নিরালায়
মায়ার দীপ উদ্ভাসিত
প্রদীপ জ্বালিয়ে চোখের তারায়
হৃদয়ের সুখের বারি নি:শ্রিত।

ঘনঘটা মেঘের কোলে কোলে
হাজার বিন্দুর সম্মেলন
কবে থেকে হেথায় বসতি গড়ে
ঝরে যায় আপন প্রথায় সে বন্ধন।

মেঘমুক্তির ছায়া ঘেরা পথে
নতুন সূর্য জাগে
ডাকে সবুজে রে হাতছানি দিয়ে
ডাকে যে পৃথিবী অনুরাগে।

মনের কোনায় মেঘের স্থিতি
উদয়ন আর সঞ্চয়ন
ঝরে ঝরে পড়ে কালো মেঘ ধরে
গড়ে ওঠে নূতন সমন।

কখনো ক্লান্তি আর ধরাশায়ী
কখনো মেঘ মুক্তির খেলা
জীবনটা যে ঝড়ের বেলা
শান্ত দীঘি আর উত্তরণের মেলা।

এমন ঝড়ের বাতাস বয়ে
মেঘ নিজে করে খেলা
জীবন আকাশ নিভে জ্বলে ওঠে
জীবন বুঝিএই প্রথারই মেলা।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।