Wednesday, November 23

মন্মথ হালদার



এ কালের কবি নই



এ কালের কবি নই
আমি আগামীর কবি,
দুনিয়ার চিত্র পালটে যাবে
জাগ্ৰত নতুন ছবি।

মানব আর মানবতার
চরম শত্রু ধর্ম,
আদিম কালের বন্য চেতনায়
আর্ত বিনাশী কর্ম।

চেতনা যেথায় হার মেনেছে
খুঁজেছে দৈবী শক্তি,
অপরিপক্ক চেতন ধারায়
কল্পিত সত্ত্বায় ভক্তি।

দেশ কালের ভেদে সৃষ্টি
মননে গড়া ধর্ম,
অবতার পয়গম্বর ঈশ্বর পুত্র
ব্যাখ্যায় অসার মর্ম।

চেতনাস্তর আজ উন্নত
ঘটেছে আত্মোপলব্দি,
কল্পনায় গড়া স্রষ্টা আজি
মানছে হার নিরবধি।

অনাগত সেই আগামী দিনের
চেতনায় সাবালকত্ব,
অস্তিত্বহীন অপ্রামান্য স্রষ্টা 
বৌদ্ধিক চেতনায় অসত্য।

অন্ধ ধর্মের বদ্ধ দুয়ারে
মানুষ রবেনা বন্দি,
মানুষ হবে শুধু মানবজাতি
বিশ্ব ভ্রাতৃত্বে সন্ধি।

সেই অনাগত দিনের লাগি
আমি আশায় উদ্দীপ্ত,
ধর্মহীন অখন্ড মানবজাতির
চরণে আমি প্রণত।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।