Tuesday, October 18

চম্পা রায়


শেষটা



হারানোর সুর সদা বেদনা রত
মলিন চোখের জল
কেউ যেন আজ কোথায় মেশে
সদা যৌবনেরই ছল।

জীবন সাহা


সেন্টিমেন্টাল
 
ফুলগাছ
জলের অভাবে শুকিয়ে যাবে,
বিষ-কাঁটাতে ভরে যাবে আমাদের ঘর। 

কবিতা নামের সেন্টিমেন্টাল মেয়েটি 
ছাদ থেকে লাফিয়ে পড়বে...

একদিন
গান থেমে যাবে
মানুষ ভুলে যাবে পাখিদের নাম ।

তৈমুর খান


 সম্ভাবনা

 সম্ভাবনা ছিল , কত সম্ভাবনা থাকে
 পরিস্থিতি তবুও বিপথে নিয়ে যায় 
কুয়ো খুঁড়ে খুঁড়ে সারারাত 
আমরা পিপাসা নিয়ে বসে থাকি 

সন্ধ্যা কি আগমনীর নাম ?
আলোর সীমানা জুড়ে , ঔতার পদধ্বনি 
শুনতে শুনতে আমরা অপেক্ষাতুর 
মনে মনে শয্যা পেতে রাখি 

অসহিষ্ণু কাঙালি সময় জুড়ে বাস 
কখনো শেয়াল হয় , কখনো হাঁস 
আমাদের প্রকীর্ণ নির্বোধ অভিলাষ 
আর দাঁড় টানে মন , অথবা সাঁতরায় 

যদিও নদী নেই , ক্ষতগুলি অদ্ভুত বিষাদ ফালাফালা করে দেয় নিরন্ত সংরাগ 
সংরাগে অন্ধকার , ডুবে যায় চাঁদ 
আমরা আগুন খুঁজি 
                        নিহত বিপ্লবের মাঠে আগুন জ্বালাই....

অজয় চক্রবর্তী


ভালো রাখা
 
   ভালো তো সবাই বাসে ভালো রাখে কয়জন?
  সবাই কথার কথা দিয়ে যায় প্রতিক্ষণ।
  ভালোবাসা সে তো সুখ শুধু ক্ষণিকের লাগি,
  ভালো রাখে জীবনকে স্বার্থ যা সব ত্যাগী।

  আপন হোক না যত থাকে না তো চিরদিন,
  ভালোবাসা দুদিনের ভালো রাখা প্রতিদিন।
  ভালো আর মন্দ এই নিয়ে সব খেলা,
  আজ যেটা ভালোবাসা কাল সেটা অবহেলা।

  ভালো রাখা মনে থাকে বুঝতে না পারে কেউ,
  চিরদিনই যায় বয়ে আঁধারে আলোর ঢেউ।
  মন যদি যায় বুঝে কেউ ভালো রাখছে,
  জীবনে জীবন নিয়ে পাশে পাশে থাকছে।

  সুন্দর জীবনের অনুভূতি লেগে থাকে,
  ভালোলাগা ভালোবাসা সব কিছু পায় যাকে।
  পৃথিবীটা ভালো লাগে মন যদি থাকে ঠিক,
  বাঁচতেও লাগে ভালো জয় করে সব দিক।
  
  ভালোবাসা নয় সে তো মুখে বলা গল্প,
  দায়িত্ব বাদ দিলে দৈর্ঘ্যটা স্বল্প।
  তবুও যে জানে তাকে ভালো রাখে আর কেউ,
  সবথেকে বড় পাওয়া একথাটা জানে সেও।

অরুণ কুমার মহাপাত্র


ভালোবাসি... শুধুই ভালোবাসি

 
সবুজ পাহাড়, ঢেউ খেলানো নদী
উথাল পাথাল বৃষ্টি
মন ছুঁয়ে যাওয়া সোনালী অতীত
গুলো ছিল সত্যি কি মিষ্টি
চাওয়া আর পাওয়ার মাঝে আজ
যত অনাসৃষ্টি
ব্যস্ত পৃথিবীর নিয়ম তন্ত্রে আজ নেই
কোন আত্মতুষ্টি
মনের অন্ধকার কানা গলিতে কেবলই
খুঁজে চলা এক আলোর বাতি
আবেগের রুদ্ধ শ্বাসে কাঁপে যখন
ভালোবাসার নীড়
দূরত্ব হতাশা ছেড়ে ছুড়ে ভালোবাসা হয়
আরো নিবিড়
ভালোবাসার রামধনু রঙে রাঙিয়ে
এ পৃথিবী
সব কিছু উপেক্ষা করে এসো না বলি
ভালোবাসি.... শুধুই ভালোবাসি  ।। 

দিপংকর



এসেছিলে_শেষ_বিকেলে

এতো কাল কোথায় ছিলে,-- 
তুমি তো এসেছিলে আমার শেষ বিকেলে। 
তোমারি অনুপ্রেরণায় আজ আমি লিখি,-- 
তোমারি কারণে ফিরে পেলাম ফেলে আসা জীবনের ছবি। 

মাঝখানে কতোটা বৎসর জীবন থেকে গেলে হারিয়ে,--                       
আবার আসলে ফিরে আর রয়েছো যে নিরবে। 
একি তোমার অপরূপ মনের ভেলা,-- 
রয়েছে যে মনের মাঝে লুকোচুরি লুকোচুরি খেলা। 

এখনও তোমারি নিয়মে করছো তুমি অবহেলা,--                তুমিতো এসেছিলেন শেষ বিকেলের সূর্য ডোবার পালা। 
আজ আশ্বিনের আকাশে সাদা মেঘের চঞ্চলতার ধারা,--
তোমারি প্রেরনায় আজ বয়ে যায় আনন্দের ঝর্ণাধারা। 

মানতো না ঘরে আমার মন ছুটে যায় তোমার পানে অবিরত,- জানি তোমায় সারাটি জীবন দেখলাম পুরাতন নিয়মের অবিকল খেলায় নিয়মিত।