Monday, November 14

সুরভি ঘটক



গুমোট
 
    

  মৌন ঠোঁট। অস্থির চৌকাঠে
  চোখের তারায়
  ও কবিতার খাতায়
  আজ‌ আর আলপনা আঁকেনা আহ্বান।
  দৃষ্টির অনেক গভীরে লুকিয়ে আছে অভিমান কূপ
  তবু এলোমেলো আজ গ্রীষ্মের বাতাস
  বরফ কুচির মতো গুঁড়ো গুঁড়ো অনুযোগ ওড়ে...
  সংশয় বৃত্তে রক্তিম শিখাটি যেন ভয়ংকর স্থির।
  এসময় সাবধান থাকা ভালো
  যদি প্রবল বিস্ফোটে চেনা সুরগুলো খান খান হয়ে ঝরে!

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।