Saturday, November 12

মোঃ মুরাদ মিয়া




জিন্দা লাশ
 


দেশ বিদেশে উড়ে যত নীড় হারা ভাই পাখি,
স্বজন বন্ধুর পাওনা সদা তাদের নিকট বাকী।
ত্যাগের ডানায় ভর করিয়া আহার খোঁজে পাড়ি,
সুখ কিনিয়া আনবে তারা বাঁধবে সুখের বাড়ি।

উড়তে গিয়ে ডানা ভাঙ্গে হারায় কত প্রাণ,
প্রাণের মাঝে রাজ প্রিয় মানুষের সুখের ঘ্রাণ।
রোদ বৃষ্টিকে সঙ্গী করে সুখের ক্রেতা হয়ে,
সোনার দেহ পুড়ে হাজার দুঃখ ব্যথা লয়ে।

মাস পেরিয়ে বছর আসে ঘুরে ডালে ডালে
স্বজন বন্ধু অর্থ কড়ি চায় যে তালে তালে।
সাধ্যমতো দিয়ে তারা পায় না যখন মন,
ভালোবাসার সংসার ভেঙে শুরু হয় যে রণ।

শিকারি সব শিকার করে কলিজায় মারে টান,
দিনশেষে যে বলে তাদের নেই কোন অবদান।
আঁখি জলে ভাসে তারা; কোথায় সুখের বাস?
দেহ থাকে প্রাণ থাকে না যেন জিন্দা লাশ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।