Friday, September 23

বন্ধ দুয়ার


শ্রাবণ আহমেদ হিমু
------------------
যদি কখনও দেখ কুয়াশা ঝরা দুর্বা ঘাস, 
ভেবে নিও সেথায় আমি ছিলাম মাড়িয়ে যেও।
যদি সূর্য তেজদীপ্ত হয় ছিটানো আলোর ঐশ্বর্যে, তবে -
ভেবে নিও সেথায় আমি ছিলাম নিজেকে আড়াল করে নিও। 
যদি আকাশ ভাঙ্গা বৃষ্টি নামে মুষলধারে
ভেবে আমায় কোন ছাঁদের তলায় নিজেকে আশ্রয় দিও।
কোন পূর্ণিমার রাতে যদি জোৎস্নার রূপালী আলো ঝলসে দেয় তোমার আঙিনা -
ভেবে আমায় জানালা করে দিও বন্ধ।
পাহাড়ী বাতায়নে অপার সবুজ যদি হঠাৎ দেখ অবাক করা,
ভেবে আমায় বন্ধ আঁখি চেপে নিজেকেই বলো তুমি অন্ধ।
ক্ষরস্রোতা নদীর প্রবাহ যদি দেখ অনেক উত্তাল 
ভেবে আমায় সরে যেও সীমানার ওপারে অনেক দূরে।
ঝরণা’র অববাহিকার অরূপ মোহে যদি পড়ে যাও
ভেবে আমায় যাও পথ পরিবর্তনে দিকে’র মোড়ে।
ঘাসে ঢাকা মেঠোপথ যদি ভাল লাগে হঠাৎ -
ভেবে আমায় মাড়িয়ে যাও সে পথ পদতলে।
আকাশের নীল শুন্যতা দেখে যদি মুগ্ধ হও 
ভেবে আমায় ডুবে যাও আপন মনের অতলে।