Saturday, November 12

প্রমীলা মৈত্র











কিছু বাকি কথা

কিছূ কথা বাকি রয়ে গেল
ওরা থাক বুকের ভিতর।
কখন যদি সময় পাও তবে
মনের দুয়ারে দিও টোকা
খুলে যাবে মনের দুয়ার।

না বলারা থাকনা চুপ।
পথ ভোলা কোন পথিক 
মনের ঘরে ঢুকে পড়ে
বসতে দিও একখানা আসন
পেতে দিও না হয় অনাদরে।

দেখবে কখন জানি রেখে গেছে
অঘোষিত কোন বারতা।খুঁজতে যেও না মনের অলিগলি।

এক পসলা বৃষ্টির মত তোমায়
ছূঁ য়ে গেছে গভীর আবেগ মেখে।
আচলে মুছে একটু আদর দিয়ে 
শুকিয়ে নিও চোখের দুটি পাতা।

ভালোবাসার পেলবে রেখে দিও মনি কোঠরে।
কথায় কথারা কেমন কিলবিল করে 
ভেসে যাবে আকাশে।

ঢেউয়ে দোলা নাম না জানা মাঝির মত।।
প্রমীলা মৈত্র 
কিছূ কথা বাকি রয়ে গেল
ওরা থাক বুকের ভিতর।
কখন যদি সময় পাও তবে
মনের দুয়ারে দিও টোকা
খুলে যাবে মনের দুয়ার।

না বলারা থাকনা চুপ।
পথ ভোলা কোন পথিক 
মনের ঘরে ঢুকে পড়ে
বসতে দিও একখানা আসন
পেতে দিও না হয় অনাদরে।

দেখবে কখন জানি রেখে গেছে
অঘোষিত কোন বারতা।খুঁজতে যেও না মনের অলিগলি।

এক পসলা বৃষ্টির মত তোমায়
ছূঁ য়ে গেছে গভীর আবেগ মেখে।
আচলে মুছে একটু আদর দিয়ে 
শুকিয়ে নিও চোখের দুটি পাতা।

ভালোবাসার পেলবে রেখে দিও মনি কোঠরে।
কথায় কথারা কেমন কিলবিল করে 
ভেসে যাবে আকাশে।

ঢেউয়ে দোলা নাম না জানা মাঝির মত।।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।